/ সারাদেশ / পঞ্চগড়ের বোদায় ৯৯১ শিক্ষার্থীকে শীতবস্ত্র ও ব্যাগ দিলো শিশুস্বর্গ ফাউন্ডেশন
পঞ্চগড়ের বোদায় ৯৯১ শিক্ষার্থীকে শীতবস্ত্র ও ব্যাগ দিলো শিশুস্বর্গ ফাউন্ডেশন
মোঃ কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধি:
|
পঞ্চগড়ের বোদায় শিক্ষার্থীদের শীতের কাপড় ও স্কুলব্যাগ উপহার দেয় শিশুস্বর্গ ফাউন্ডেশন। শনিবার (৪ জানুয়ারি) সকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ৬টি বিদ্যালয়ের ৯৯১ শিশুকে শীতবস্ত্র স্কুল ব্যাগ এবং একবেলা একসাথে আহার তুলে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় পঞ্চগড় জেলায় শীত আনন্দ উৎসবের মাধ্যমে ৭ হাজার শিশু- কিশোরকে শীতের কাপড়, স্কুলব্যাগ উপহার দিয়ে আসছে। তারই অংশ হিসেবে শনিবার (৪ জানুয়ারি) শীত আনন্দ উৎসবের মাধ্যমে প্রায় ৯৯১ শিক্ষার্থীর হাতে এসব উপহার তুলে দেয়া হয়। প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেন আজাদ। এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ, পৌর বিএনপি'র আহবায়ক মো. আব্দুস সামাদ তারা প্রমুখ উপস্থিত ছিলেন। এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর স্কুলপড়ুয়া শিশু-কিশোরদের হাতে তুলে দেয়া হয় শীতের কাপড় ও স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ। |