/ সারাদেশ / রামুতে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় জামায়াতে ইসলামীর যুব নেতা আহত
রামুতে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় জামায়াতে ইসলামীর যুব নেতা আহত
রামু প্রতিনিধি:
|
কক্সবাজারের রামুতে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় জামায়াতে ইসলামীর যুব নেতা গুরুতর আহত হয়েছেন। আহত মো. রিদুয়ানুল হক (৪০) রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের দক্ষিন চাকমারকুল কোনার পাড়া গ্রামের মাওলানা নুরুল হকের ছেলে এবং জামায়াতে ইসলামীর যুব বিষয়ক সেক্রেটারি। শুক্রবার, ৩ জানুয়ারি বিকালে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লম্বরীপাড়া খোলাফায়ে রাশিদীন জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও ৩ নং ওয়ার্ড সভাপতি আলা উদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে রামু থানায় মামলা (নং ০৭) দায়ের হয়েছে। শনিবার মামলাটি দায়ের করেন হামলার শিকার মো. রিদুয়ানুল হক। মামলায় অভিযুক্ত অন্যান্যরা হলেন- গিয়াস উদ্দিন, তাজ উদ্দিন ও জিয়া উদ্দিন শুভ। মামলার এজাহার ও আহত রিদুয়ানুল হকের সাথে কথা বলে জানা গেছে- স্বেচ্ছাসেবকলীগ নেতা আলা উদ্দিন বিগত আওয়ামীলীগ সরকারের আমল থেকে দলীয় পদবী ব্যবহার করে প্রভাব বিস্তার করে বাঁকখালী নদী থেকে বালি উত্তোলন করে আসছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও তার বালি দস্যুতা অব্যাহত ছিলো। সম্প্রতি রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি)সহ প্রশাসনের একটি দল অভিযান চালিয়ে আলা উদ্দিনের বালি উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করে। এ ঘটনার পর থেকে আলা উদ্দিন ও তার সহযোগিরা স্থানীয় সচেতন ব্যক্তি ও জামায়াতের যুব নেতা মো. রিদুয়ানুল হককে এ ঘটনায় দায়ি করে মারধর ও প্রাণনাশের হুমকি এবং মেশিন জব্দ হওয়ায় ক্ষতিপূরণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করে আসছিলো। এরই জেরে শুক্রবার বিকালে আলা উদ্দিন ও তার সহযোগি গিয়াস উদ্দিন, তাজ উদ্দিন ও জিয়া উদ্দিন শুভসহ আরও অজ্ঞাত ৪/৫ জন যুবক দা, লাটি-সোটা নিয়ে পরিকল্পিতভাবে মো. রিদুয়ানুল হকের উপর হামলা চালায়। হামলাকারিরা মাথায় দা এর কোপ দিয়ে রিদুয়ানুল হককে গুরুতর আহত করে। তার বুকেও হাঁড়ভাঙ্গা জখম হয়েছে। এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি তাকে কুপিয়ে ও মারধর করে ঘটনাস্থলে ফেলে যায়। এলাকাবাসী রিদুয়ানকে মূমূর্ষু অবস্থায় উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদিকে দেশের পরিবর্তিত এ সময়ে স্বৈরাচারের দোসর রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন ও আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে জামায়াতের যুব নেতা মো. রিদুয়ানুল হককে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় জামায়াত নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রামু থানার অফিসার ইনচাজ (ওসি) ইমন কান্তি চৌধুরী জানিয়েছেন- এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। |