/ সারাদেশ / বিএনপি বাংলাদেশ পন্থী গনমানুষের জনপ্রিয় দল
রামুর চাকমারকুল বিএনপির সম্মেলনে সাবেক এমপি লুৎফুর রহমান কাজল
বিএনপি বাংলাদেশ পন্থী গনমানুষের জনপ্রিয় দল
খালেদ হোসেন টাপু , রামু:
|
বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লুৎফর রহমান কাজল বলেছেন, বিএনপি হলো বাংলাদেশ পন্থী গনমানুষের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল। ফ্যাসিবাদ আওয়ামী লীগের দু:শাসনের ১৫ বছরে এই দল ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হামলা ও দল ভাঙ্গার চেষ্টা হলেও মানুষের জনপ্রিয়তায় দলটি এখনো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তিনি বলেন- দলের প্রতিষ্টাতা শহীদ প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বল্প সময়ে ক্ষমতায় থেকেও মধ্যেপ্রাচ্যে জনশক্তি রপ্তানির সুচনা সহ দেশ কে তলাবিহীন ঝুড়ি থেকে খাদ্য স্বয়ং সম্পুর্ন রাষ্ট্র বিনির্মানে নানামুখি উদ্যোগ গ্রহন করেন। অপরদিকে নিজ দলের নেতাকর্মীদের ব্যাপক লুটপাঠে অতিষ্ট হয়ে শেখ মুজিবুর রহমান "সবাই পেয়েছে তেলের খনি আর আমি পেয়েছি চোরের খনি’ বলে ঘোষনা দেন। রামু উপজেলার চাকমারকুল ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার ৪ জানুয়ারি সন্ধ্যায় চামারকুল ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত বিশাল জনসভায় সাবেক এমপি কাজল আরও বলেন- আওয়ামী ফ্যাসিস্ট সরকার পদ্মা সেতুসহ বড় বড় প্রকল্পে ব্যাপক লুঠপাটের মাধ্যেমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ভোটাধিকার হরনের পাশাপাশি মানুষের নৈতিকতাও কেড়ে নিয়েছিলো। হাসিনা সরকারের এমপি মন্ত্রী হতে শুরু করে ইউপি চেয়ারম্যানরা পর্যন্ত পলাতক রয়েছে। আর যারা গ্রেপ্তার হয়েছে খোজ নিয়ে দেখুন তাদের মধ্যে অধিকাংশকে জনতাই ধরে পুলিশে দিয়েছে। এই হলো দেশের মানুষের ফ্যাসিবাদী সরকার ও তাদের দূর্নীবাজদের বিরুদ্ধে জনগনের ক্ষোভের বহিপ্রকাশ। সাবেক এমপি কাজল বগুড়া হলো শহীদ জিয়ার জন্মভুমি আর চাকামারকুল ইউনিয়ন কে বিএনপির জন্য ২য় বগুড়া ঘোষনা দিয়ে আরো বলেন দুর্বল কমিটির সভাপতি হওয়ার চেয়ে শক্তিশালী কমিটির সদস্য হওয়া উত্তম। আওয়ামী নেতাদের দলে ঢোকানোর চেয়ে নিজ দলের নেতাকর্মীদের ঐক্যেবদ্ধভাবে চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ চালিয়ে যেতে হবে। তিনি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস একজন অভিজ্ঞ উল্লেখ করে বলেন নির্বাচিত সরকার না থাকলে দেশে বিনিয়োগকারীরা আসেনা। উন্নয়ন কাজে ব্যাঘাত সহ দ্রব্যমূল্য বাড়তেই থাকে। তাই দ্রুত নির্বাচন দিয়ে দেশকে স্থিতিশীল রাখার উদ্যোগ নিতে হবে। প্রধান অতিথির বক্তব্যের আগে সম্মেলন ও কাউন্সিলের শুভ উদ্ভোধন করেন- রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল বশর বাবু। চাকমারকুল ইউনিয়ন বিএনপি'র আহবায়ক ফয়সাল কাদেরের সভাপতিত্বে সদস্য সচিব মৌলভী হাবিব উল্লাহ মাতবর সভার সঞ্চালনা করেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন - রামু উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মেরাজ আহমদ মাহিন চৌধুরী, ফোরকান আহমদ, জেলা যুবদলের সহসভাপতি জাবেদ ইকবাল, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মির্জা নুরুল আবছার, বিএনপি নেতা লিয়াকত আলী খান, আলহাজ্ব ফরিদুল আলম, মুসলেহ উদ্দীন চৌধুরী, আবদুল করিম কোম্পানী, কাজী এম. আবদুল্লাহ আল মামুন, আবদুল করিম চেয়ারম্যান, রাশেদ সিকদার, আজিজুল হক, সাংবাদিক আবুল কাসেম, এস. ফরিদুল আলম, নাসির উদ্দীন, আবু তালেব ছোটন, মোস্তাক আহমদ, কামাল উদ্দিন চেয়ারম্যান, রামু উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শাহনুর উদ্দিন বাবু, বিএনপি নেতা আবদুর রহিম, জয়নাল আবেদীন বাবু, আহমদ ছৈয়দ ফরমান, আতিকুল হক, এড. জালাল উদ্দীন রনি, মাষ্টার আবছার কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনছারুল হক, রামু উপজেলা যুবদলের আহবায়ক জহির আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, যুদলনেতা এইচএম মাসুদ, হেমসেল সরওয়ার, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ারুল হক সিকদার, উলামা দল নেতা মৌলানা ইলিয়াছ, রফিকুল কাদের মার্শাল, সাইমুন ইসলাম শাহীন, মোশাররফ হোসেন, যুবদল নেতা জসিম উদ্দিন, উপজেলা মহিলা দলের আহবায়ক রাবিয়া বসরী, সদস্য সচিব নাজমা আক্তার, উপজেলা ছাত্রদলের আহবায়ক ছানা উল্লাহ সেলিম, উপজেলা স্বেচ্ছাসেকদলের আহবায়ক শাহাজান লুতু সদস্য সচিব এরশাদ উল্লাহ, যুবদল নেতা নজরুল ইসলাম ছোটন প্রমুখ। |