/ রাজনীতি / ফারুককে দেখতে হাসপাতালে ঢাবি শিবির সভাপতি, মারধরের নিন্দা
ফারুককে দেখতে হাসপাতালে ঢাবি শিবির সভাপতি, মারধরের নিন্দা
নতুন বার্তা, ঢাকা:
|
গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি (দলীয় মুখপাত্র) ফারুক হাসানকে হাসপাতালে দেখতে গেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি এস এম ফরহাদ। ঢাবি শিবিরের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য দিয়েছে সংগঠনটি। ওই পোস্টে এটিকে ‘দুর্বৃত্তদের হামলা’ বলা হয়েছে। এ হামলার নিন্দাও জানিয়েছে শিবির। এ সময় ফরহাদের সঙ্গে ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিকসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন। তারা ফারুকের সার্বিক খোঁজখবর নেন এবং সুস্থতার জন্য দোয়া করেন। শনিবার বিকালে কেন্দীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে ফারুকের ওপর হামলা হয়েছে। এতে রক্তাক্ত হয়েছেন এই নেতা। ফারুক প্রথমে এ হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছিলেন। তবে পরে তিনি জানান, এ হামলা করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা। এ বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, ফারুক হাসান হামলায় আহত হওয়ায় তাৎক্ষণিকভাবে চিনতে না পারায় ভুলবশত ছাত্রদলের নাম বলেছিলেন। পরে খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রদল নয়, হামলা করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে ফারুক হাসানকে বলতে শোনা যায়, ছাত্রদল নয় জাতীয় বিপ্লবী পরিষদের সদস্যরাই ছাত্রলীগের কায়দায় পেছন থেকে তার উপর হামলা করেছে। এদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের সম্মান জানাতে এবং নতুন সংবিধান গঠনের জন্য শহিদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ। ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন- গণঅধিকার পরিষদ নেতা ফারুক হাসান। সেখানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন ফারুক। এ সময় শহিদ মিনারেই ফারুকের ওপর হামলা হয়। রাশেদ বলেন, অনুষ্ঠানে উপস্থিত ১০-১৫ জন ফারুক হাসানের ওপর হামলা করেছে। সরকারের সমালোচনা করার কারণেই এ হামলা চালানো হয়। এদিকে এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন গনঅধিকার পরিষদের নেতা আবু হানিফ। |