/ সারাদেশ / ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের মধ্য দিয়ে কথা বলার সুযোগ পেয়েছি: রিয়াজ চৌধুরী
ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের মধ্য দিয়ে কথা বলার সুযোগ পেয়েছি: রিয়াজ চৌধুরী
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ বলেছেন, ১৭ বছর বিএনপি ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। কথা বলার অধিকার ছিল না। ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের মাধ্যমে কথা বলার সুযোগ পেয়েছে। মিছিল-মিটিং করার সুযোগ পেয়েছেন। ইনশাআল্লাহ এ সুযোগকে কাজে লাগিয়ে, আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান করেন বিনপির এ নেতা। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ী বাজার এলাকায় 'মিয়ার বেড়ী ক্লাবের' আয়োজনে এ শীতবস্ত্র বিতরণে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির শীর্ষ এ নেতা আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয় করতে। প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে কর্মসূচি চলমান রয়েছে বিএনপির। আলোচনার শেষে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষ থেকে ১৬০ পরিবারকে শীতবস্ত্র (কম্বল) উপহার দেওয়া হয়। সদর উপজেলা পূর্ব বিএনপির সদস্য তোফায়েল আহম্মদ সবুজের সভাপতিত্বে ও মিয়ার বেড়ী ক্লাবের সভাপতি কবির হোসেনের সঞ্চলনায় প্রধান বক্তা ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, জেলা যুবদলের সদস্য এস.এম.আজাদ। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পূর্ব বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহ্ মোহাম্মদ এমরান, আহ্বায়ক সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, মাস্টার সোলাইমান, হুমায়ুন মেম্বার, মাছুম হোসন নূর, সদর উপজেলা পূর্ব কৃষকদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক হিরণ পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য মো. জাহাঙ্গীর আলমসহ প্রমূখ। |