/ সারাদেশ / বিরামপুর থানায় নিরঅপরাধ ব্যক্তির বিরুদ্ধে হত্যার মামলা দায়ের
বিরামপুর থানায় নিরঅপরাধ ব্যক্তির বিরুদ্ধে হত্যার মামলা দায়ের
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
|
দিনাজপুরের বিরামপুর থানায় নিরঅপরাধ ব্যক্তি মোঃ মামুনুর রশিদ (৪৫) এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের। বিরামপুর উপজেলার ০২নং কাটলা ইউনিয়ন পদে গত ২৮/১১/২০২১ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঐ ভোটে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রার্থী হিসাবে মোঃ ইউনুস আলী ও আনারস প্রতীকে প্রার্থী হিসাবে নাজির হোসেন প্রতিদ্বন্দীতা করেন। নাজির হোসেনের আনারস প্রতীকের পক্ষে মোঃ রশিদুল ইসলাম (২৫) পিতা: মৃত নুরুল হুদা, সাং-দক্ষিণ কাটলা, ধানহাটি, বিরামপুর, দিনাজপুর সক্রীয় কর্মী হিসাবে অংশ গ্রহণ করেন ভোট গণনা শেষে নৌকা প্রার্থী বিভিন্ন অনিয়মে ও জালিয়াতির মাধ্যমে জয়লাভ করেন। পরবর্তীতে গত ০৫/০১/২০২২ ইং তারিখে নৌকা প্রতীকের চেয়ারম্যান ইউনুস আলীর পক্ষে কাটলা উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মামলায় দায়েরকৃত ০১ নং আসামী মোঃ শিবলি সাদিক (সাবেক সংসদ সদস্য-০৬) উপস্থিত হন বিকেল ০৩টায় সংবর্ধনা অনুষ্ঠান ও সন্ধ্যা ০৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। ডিসিস্ট রশিদুল ইসলাম চেয়ারম্যান ভোটে আনারস প্রতীকের মধ্যে ও নৌকা প্রর্তীকের বিপক্ষে ভোটে অংশ গ্রহণ করিয়াছে। এই কথা শুনা মাত্র অনুষ্ঠান স্থলে থাকা কাজের জন্য পড়ে থাকা বাঁশের টুকরা ও লোহার রড দ্বারা রশিদুল ইসলামের শরীরে বেধম মারপিট করে আহত করেন। ঐ সময় অনুষ্ঠানের মাঠ থেকে নিজেকে বাঁচার জন্য চেষ্ঠা করলে ০১ নং আসামী মোঃ শিবলি সাদিক (সাবেক সংসদ সদস্য-০৬) নির্দেশে হত্যার জন্য আঘাত করেন। ঘটনাস্থলে মোঃ রশিদুল ইসলাম মৃত্যুবরণ করেন। মামলার দায়েররকৃত ইজাহার সূত্রে জানা যায়, এই ঘটনায় বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর গ্রামের মৃত্যু সাহের উদ্দীন সরকারের পুত্র মোঃ বিপ্লব আলম বিলু বাদী হয়ে ০১ নং আসামী মোঃ শিবলি সাদিক (সাবেক সংসদ সদস্য-০৬) সহ ১১৩জন ও ২৫০/৩০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বিরামপুর থানায় একটি মামলা হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১৮/২০৬, তারিখ: ২৫/১০/২০২৪ইং ধারা: ১৪৩,৩৪১,৩০২,১১৪,৩৪ পেনাল কোড-১৮৬০। উল্লেখ্য যে, ঐ ঘটনায় বিরামপুর উপজেলার পৌর ০১নং ওয়ার্ডের দেবীপুর গ্রামের মনজের আলীর পুত্র মোঃ মামনুর রশিদ (৪৫) কে আজ্ঞাত নামা আসামী করা হয়েছে। এই ঘটনায় মামনুর রশিদ কোনভাবে জড়িত নয়। আইন প্রয়োগকারী সংস্থা সন্দিগন্ধা আসামী উল্লেখ্য করে তাকে এই রাজনৈতিক মামলায় জড়িত করেছেন। মামুনুর রশিদের পিতা মনজের আলী জানান, আমার পুত্র কোন ভাবে কোন রাজনীতির সাথে জড়িত হয়। প্রতিহিংসা মূল আক্রসের বসিভূত হয়ে মামলার বাদী বিপ্লব আলম বিলু এই মামলা দায়ের করেন। সঠিক তদন্ত করে তার পুত্রের মুক্তির দাবী করেছেন তার পিতা।
|