/ ধর্ম ও জীবন / সালাফি মারকায ফরিদপুর ফাউন্ডেশন এর উদ্যোগে ইলমী হালাকা অনুষ্টিত
সালাফি মারকায ফরিদপুর ফাউন্ডেশন এর উদ্যোগে ইলমী হালাকা অনুষ্টিত
মো. বাকী বিল্লাহ খান পলাশ:
|
‘শিরক মুক্ত ঈমান গড়ি, বিদ‘আত মুক্ত আমল করি’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুরআন ও বিশুদ্ধ হাদীস ভিত্তিক দ্বীন প্রচারের উদ্দেশ্যে গত জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত সালাফি মারকায ফরিদপুর ফাউন্ডেশন এর উদ্যোগে দক্ষিণ ঝিলটুলিস্থ মাকরায কাযালয়ে আজ বুধবার অনুষ্টিত হয় ইলমী হালাকা । মো. বাকী বিল্লাহ খান ও আব্দুল্লাহ আল মাহদী এর সঞারনায় এতে আলোচক হিসাবে ছিলেন মাদ্রাসাতুল হাদীস নাজির বাজার, ঢাকা থেকে দাওরাযে হাদীস সম্পাদনকারী শাইখ সাবের বিন আব্দুল মান্নান, সদরপুর ইলমুল কুরআন কওমী মাদ্রসার মুহতামিম শাইখ জুনায়েদ আল হাবীব, রাজবাড়ী আ’আউন মডেল মাদ্রাসার পরিচারক শাইখ এম. রিয়াজুল ইসলাম। ইলমী হালাকায় প্রধান আলোচক হিসাবে ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক শাইখ ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া। আলোচকগণ দ্বীনের দাওয়াতের উপকারিতা, দাওয়াতি কাজের গুরুপ্ত, দ্বায়ীর বৈশিষ্ট, দাওয়াতের পদ্ধতিসহ তাওহিদের গুরুপ্ত ও প্রয়োজনীয়তার উপর গুরুপ্তপূন আলোচনা করেন। সভাপতির বক্তব্যে সালাফি মারকাজ ফরিদপুর ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন ইবনে সরোয়ার বলেন, সালাফি মারকায ফরিদপুর ইতোমধ্যে একটি সফল সালাফি কনফারেন্স সম্পাদন করেছে যেখানে অংশগ্রহণ করেন দেশের বিশিষ্ট আলেমে দ্বীনগণ । তিনি এরপাশাপাশি স্মরণ করেন ফরিদুল ইসলাম ফাইমকে যিনি সালাফি মারকায ফরিদপুরের অথ বিষযক সম্পাদকের দ্বায়িত্ব পালনের পাশাপাশি দ্বীনের একনিষ্ট দাঈ হিসাবে কাজ করে গেছেন। উল্লেখ্য সালাফি মারকায ফরিদপুর এর আয়োজনে প্রতিদিন জেলার বিভিন্ন স্থানে ইলমি হালাকা সম্পাদিত হচ্ছে, চলছে বিনা মূল্যে বই বিরতণ কাযক্রমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আথিক সহযোগীতা প্রদান। |