/ শিল্প ও সাহিত্য / জননেতা পঙ্কজ ভট্টাচার্য স্মারকগ্রন্থ আমাদেরই লোক প্রকাশনা আয়োজন
জননেতা পঙ্কজ ভট্টাচার্য স্মারকগ্রন্থ আমাদেরই লোক প্রকাশনা আয়োজন
নতুন বার্তা, ঢাকা:
|
আমাদের দেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের উজ্জ্বল ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্য ছাত্রজীবন থেকে শুরু করে জীবনের শেষ ধাপ পর্যন্ত দেশ ও দেশের মানুষের জন্য ছিলেন নিবেদিতপ্রাণ। ষাটের দশকে আইয়ুববিরোধী আন্দোলনে হাতেখড়ি, তারপর থেকে আন্দোলনই ছিল তার সারাক্ষণের ধ্যানজ্ঞান। আমৃত্যু তিনি জাতীয় রাজনীতি এবং জাতি-ধর্মসহ সকল সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মারকগ্রন্থ ‘জননেতা পঙ্কজ ভট্টাচার্য স্মাকগ্রন্থ আমাদেরই লোক’ প্রকাশিত হয়েছে। গ্রন্থটির প্রকাশনা আয়োজন আগামী ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, বিকাল ৪টায়, বিশ্বসাহিত্য কেন্দ্র (১৭, ময়মনসিংহ সড়ক, বাংলামোটর, ঢাকা)-এর ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। গ্রন্থটির উপর আলোচনায় অংশ নেবেন ডা. সারওয়ার আলী, ড. সৈয়দ আনোয়ার হোসেন, ডা. ফওজিয়া মোসলেম, শেখর দত্ত প্রমুখ। সভাপতিত্ব করবেন, রামেন্দু মজুমদার। |