/ ধর্ম ও জীবন / ওয়াজ নসীহতে মানুষ হেদায়েত হয় না, হেদায়েত হয় আমলের মাধ্যমে: ছারছীনার পীর ছাহেব
ওয়াজ নসীহতে মানুষ হেদায়েত হয় না, হেদায়েত হয় আমলের মাধ্যমে: ছারছীনার পীর ছাহেব
নতুন বার্তা, পটুয়াখালী:
|
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমাদেরকে মহান আল্লাহ তায়ালা এই পৃথিবীতে প্রেরণ করেছেন তাহার ইবাদত করার জন্য। সমাজ থেকে ইবাদত-বন্দেগী দিন দিন লোপ পাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের মধ্যে বদ আমল দিন দিন সামাজিক ব্যাধির ন্যায় ছড়িয়ে পড়ছে। যার মাধ্যমে কোমলমতি শিশু, যুবক, বৃদ্ধরাও রয়েছে। তা হলো- মোবাইল, অশ্লীলতা, গান-বাজনা, বেহায়পনা ইত্যাদি। বর্তমানে যে হারে ওয়াজ মাহফিল হচ্ছে, সে অনুযায়ী মানুষ হেদায়েত হচ্ছেনা। এর একমাত্র কারণ হলো আমল না করা। ওয়াজ মাহফিল আয়োজনের উদ্দেশ্যই হলো এখানে আলেম ওলামাগণ ওয়াজ নসীহত করবেন তা শুনে তদানুযায়ী আমল করবেন। তাহলেই সেই ওয়াজ-নসীহত শোনাটা আমাদের জন্য সফল ও সার্থক হবে। মনে রাখবেন “ ওয়াজ নসীহতের মাধ্যমে মানুষ হেদায়েত হয় না, হেদায়েত হয় আমলের মাধ্যমে। গতকাল বাদ জুময়া পটুয়াখালী জেলার দুমকী থানাধীন ঐতিহ্যবাহী পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সূফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর স্মরণে ঈছালে ছওয়াব ও মাদ্রসার ১০৬তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন। মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, মুহাদ্দিস মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ। |