/ ধর্ম ও জীবন / হাই উঠলে যা করবেন
হাই উঠলে যা করবেন
নতুন বার্তা, ঢাকা:
|
হাই উঠা একটি স্বাভাবিক বিষয়। যেকোনো সময় হাই উঠতে পারে। হাই উঠলে হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন মোটামুটি সবাই। হাই উঠার কারণ নিয়ে বিভিন্নজন বিভিন্ন মতামত দিয়ে থাকেন। তবে সাধারণত অলসতা জনিত কারণ, ঘুম পেলে হাই উঠে বলে ধারণা করা হয়। হাদিসের ভাষ্যমতে, ইবাদতের সময় শয়তান মুসলিমের মনে আলস্য সৃষ্টি করে। সেই জন্য মহান আল্লাহ বান্দার হাই তোলাকে পছন্দ করেন না। পক্ষান্তরে শয়তান তা পছন্দ করে এবং তাতে খুশি হয়। আর সেই জন্য হাই তোলার আদব রয়েছে ইসলামে। রাসূল সা. বলেন, إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ فَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ فَحَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يُشَمِّتَهُ وَأَمَّا التَّثَاؤُبُ فَإِنَّمَا هُوَ مِنْ الشَّيْطَانِ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ فَإِذَا قَالَ هَا ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ নিশ্চয় আল্লাহ হাঁচিকে পছন্দ এবং হাইকে অপছন্দ করেন। সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন হাঁচি মেরে ‘আলহামদু লিল্লাহ’ বলে, তখন প্রত্যেক সেই মুসলিমের উচিত - যে সেই হামদ শোনে সে যেন তার উদ্দেশ্যে ‘য়্যারহামুকাল্লাহ’ বলে। পক্ষান্তরে হাই হল শয়তানেরই পক্ষ থেকে। সুতরাং তোমাদের যে কেউ যখন হাই তোলে, তখন সে যেন তা যথাসাধ্য দমন করে। যেহেতু তোমাদের কেউ যখন হাই তোলে, তখন শয়তান হাসে। অন্য এক বর্ণনায় আছে, তোমাদের কেউ যখন ‘হা-’ বলে, তখন শয়তান হাসে। (বুখারি, হাদিস : ৬২২৩, ৬২২৬, মুসলিম, হাদিস : ২৯৯৪) রাসূল সা. আরও বলেন, ‘তোমাদের কেউ যখন হাই তোলে, তখন সে যেন নিজ মুখের উপর হাত রেখে নেয়। কেননা শয়তান তাতে প্রবেশ করে থাকে।’ (মুসলিম, হাদিস : ২৯৯৫) কাজেই হাই আসলে যথাসম্ভব মুখে হাত দিয়ে তা ফেরানো উচিৎ। |