/ সারাদেশ / লক্ষ্মীপুর কলেজিয়েট স্কুলের গভর্নিং বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন সাবেক ছাত্রনেতা মামুন
লক্ষ্মীপুর কলেজিয়েট স্কুলের গভর্নিং বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন সাবেক ছাত্রনেতা মামুন
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কলিজয়েট স্কুল এর গভর্নিং বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুব আলম মামুন। ৮ই জানুয়ারি বুধবার কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা বান্ধব সর্বজনীন শ্রদ্ধেয় মাহাবুব আলম মামুনকে আগামী ৬ মাসের জন্য সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়। মাহাবুব আলম মামুন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, সাধারণ সম্পাদক সব বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন তিনি। বর্তমানে তিনি জেলা কৃষক দলের আহ্বায়ক পদেও দায়িত্বরত রয়েছেন। লক্ষ্মীপুর কলেজিয়েট স্কুলের গভর্নিং বোর্ডের সভাপতি মাহবুব আলম মামুন বলেন, ছোটবেলা থেকে আমি শিক্ষার্থীদের সমস্যা, সম্ভাবনা,ভবিষ্যৎ নিয়ে সচেষ্ট ছিলাম। আশা রাখি আমাদের শ্রদ্ধেয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পরামর্শে ও এ স্কুলের সকলের সহযোগিতায় এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে আরো ভালো একটি অবস্থায় নিয়ে যাওয়ার প্রত্যাশা করি। উল্লেখ্য গত ৮ ই জানুয়ারি ২০২৫ কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। পত্রে বলা হয় এডহক কমিটি অনুমোদন প্রসঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যালয়ের জন্য মাধ্যমিক ০৬(ছয়) মাসের জন্য সভাপতির প্রনোনয়ন এডহক কমিটির অনুমোদন দেয়া হলো। মাহাবুব আলম বোর্ডকর্তৃক মনোনীত সভাপতি, প্রধান শিক্ষক (পদাধিকার বলে) সদস্য সচিব, মাসুদূর রহমান (শিক্ষক প্রতিনিধি),(জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত) সদস্য,সাইফুদ্দিন চৌধুরী (অভিভাবক প্রতিনিধি)। প্রজ্ঞাপনে বলা হয় এই এডহক কমিটির ৬মাসের মধ্যে বিধি মোতাবেক একটি ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হলো। |