/ ধর্ম ও জীবন / যুবক বয়সের তওবা মহান আল্লাহর কাছে অত্যাধিক প্রিয় -ছারছীনার পীর ছাহেব
যুবক বয়সের তওবা মহান আল্লাহর কাছে অত্যাধিক প্রিয় -ছারছীনার পীর ছাহেব
নতুন বার্তা, ঢাকা:
|
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- খালেছ অন্তরে তওবা করলে মহান আল্লাহ তাআলা অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আমরা ছোট বড় সকলেই গুনাহগার। এই গুনাহ থেকে পরিত্রান পাওয়ার একমাত্র মাধ্যম খালেছ অন্তরে তওবা করা। এজন্যই পীর-মাশায়েখ ও হক্কানী আওলিয়ায়ে কেরামগণ মজলিসে তওবা করিয়ে থাকেন এবং দৈনন্দীন গুনাহ থেকে পরিত্রানের জন্য তওবাহর সবক দিয়ে থাকেন। পীর ছাহেব কেবলা উপস্থিত যুবকদেরকে উদ্দেশ্য করে বলেন- আমাদের জীবনের মধ্যে যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। কেননা যুবক বয়সের তওবা মহান আল্লাহর কাছে অত্যাধিক প্রিয়। এই বয়সে একজন যুবক বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়া, গান-বাজনা, অশ্লীলতায় মত্ত থাকা সহ বিভিন্ন ধরণের ভালো-মন্দ কাজে লিপ্ত থাকে। তাদের মধ্যে থেকে যাহারা এ সবের পরোয়া করেনা তারাই সফলকাম। এই যুবক বয়সে একজন মানুষের ইবাদতের শক্তি ও সুস্থতা দুটিই থাকে। এ সময় একটা মানুষ যতটা শুদ্ধতা ও দৃঢ়তার সহিত আমল করতে পারে, বৃদ্ধ হয়ে গেলে তা অনেক সময় সম্ভব হয় না। সুতরাং এই মহামূল্যবান নিয়ামতকে আমাদের কোনোভাবেই অবহেলায় কাটানো উচিত নয়। গতকাল বরগুনা জেলার আমতলী উপজেলাধীন শারিকখালী দারুস্সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা ও খানকায়ে মোহেবব্বয়া কমপ্লেক্স মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সূফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর স্মরণে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন। মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, মুহাদ্দিস মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ। পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা ও এলাকার মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন। |