/ ধর্ম ও জীবন / পরিবেশ সুরক্ষায়, মাদক. যৌতুক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
২য় কাউন্সিলে শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী
পরিবেশ সুরক্ষায়, মাদক. যৌতুক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
কাউন্সিলে শাহজাদা সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন সভাপতি ও আকবর হোসাইন রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত
নতুন বার্তা, ঢাকা:
|
অরাজনৈতিক স্বেচ্ছা সেবী সংগঠন মইনীয়া যুব ফোরামের ২য় জাতীয় কাউন্সিল ও যুব মহাসমাবেশ ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও নারী নির্যাতনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার শপথের মাধ্যমে শেষ হয়েছে। ১১ জানুয়ারি, শনিবার সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত দুই পর্বে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহজাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী। কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করেন, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক হযরত শাহ্সুফি মাওলানা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। তিনি বলেন বিগত দিনে মইনীয়া যুব ফোরাম পরিবেশের সুরক্ষায়, মদক, যৌতুক, নারী নির্যাতনের বিরুদ্ধে ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে মানুষের পাশে দাড়ানোসহ আর্তমানবতার সেবায় অবিস্মরনীয় ভূমিকা পালন করেছে। স্বীকৃতি স্বরূপ এই সংগঠন আন্তর্জাতিক পুরুষ্কারও পেয়েছে। আমি মইনীয়া যুব ফোরামের এই সফল্যে গর্বিত। তিনি যুব সমাজের প্রতি আহবান জানিয়ে বলেন, অবক্ষয়গ্রস্থ সমাজকে তাসাউফের আলোয় আলোকিত করতে যুব সমাজের নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও আর্তমানবতার সেবায় অতিতের ন্যায় আরো বেশি বেশি কাজ করতে হবে। এক্ষেত্রে যুগোপযোগি দক্ষ নেতৃত্ব গড়ে তোলতে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে যুবকদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জন করার আহবান জানান। তিনি মইনীয়া যুব ফোরামের উত্তরউত্তর সাফল্য কামনা করেন। কাউন্সিলের ২য় পর্বে কাউন্সিলে গঠিত নির্বাচন কমিশনার পূর্বের কমিটি বিলুপ্ত করে কাউন্সিলরদের মতামতের বৃত্তিতে সর্ব সম্মতিক্রমে আগমী ৩ বছরের জন্য নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষনার জন্য প্রধান অতিথি শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নিকট হস্থান্তর করেন। প্রধান অতিথি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষনা করেন। এ সময় তিনি পূর্বের কমিটির নেতৃত্বে থাকা নেতৃবৃন্দের নানান দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং নতুন কমিটির নবনির্বাচিতদের প্রতি আরও যুগোপযোগী নেতৃত্বের প্রত্যাশা করেন। কাউন্সিলে শাহজাদা সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন সভাপতি, আকবর হোসাইন রুবেল সাধারণ সম্পাদক ও জোনাইদ সিদ্দিকী সংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্লোবাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, অনলাইন ভিডিও সংযোগের মাধ্যমে মরক্কোর প্রফেসর শাইখ ডক্টর দারফুফি, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব সুফিজমের গবেষক, ডক্টর এলেক্সা ও কিয়ানফার, জার্মানি থেকে সমাজসেবামূলক যুব সংগঠনের নেতা তাহা চিমা। অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্রোহী দ্য নজরুল সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর, প্রফেসর ডক্টর শাহ্ মনজু, কাজী নজরুল ইসলাম সুফি সোসাইটির সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আতাউ্ল্লাহ্ খান আতা প্রমুখ। |