/ সারাদেশ / সিলেটের ঝালোপাড়ায় অগ্নিকাণ্ড: মার্কেট ও বসত ঘর ভস্মীভূত
হতাশায় ব্যবসায়ীরা অসুস্থ
সিলেটের ঝালোপাড়ায় অগ্নিকাণ্ড: মার্কেট ও বসত ঘর ভস্মীভূত
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট :
|
সিলেটের চাঁদনীঘাটের ঝালোপাড়া এম রহমান মার্কেটে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও ২টি পুড়ে ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ব্যবসা বালিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে নিজ চোখে দেখে অনেক ব্যবসায়ীকে মাটিতে লুটেপুটে হতাশায় ততস্থবোধ দেখা যায়। এতে তারা অসুস্থ হয়ে গেছেন বলেও জানা গেছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কে পরিবারের লোকজন বিভিন্ন হাসপাতালে। শুক্রবার বেলা ৩টায় সিলেটের মোটর পার্টসের জন্য খ্যাত এম রহমান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ট্রান্সমিটার পাশে থাকায় সূত্রপাত বিদ্যুৎ থেকে বলে মনে করছেন অনেকেই। তবে এটা প্রাথমিক ধারণা । মূলত ফায়ার সার্ভিস এর প্রতিবেদনেই প্রমাণিত হবে কিভাবে অগ্নিকাণ্ডের শুক্রবার। আগুন লাগার কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট কাজ করে। প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। তবে অর্থনৈতিক ক্ষতি নিজের চোখে দেখে মাটিতে লুটে পড়েন অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। এতে কেউ কেউ অসুস্থ হয়ে হাসপাতালে আসেন চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শুক্রবার, দুপুরে জুম্মার নামাজের পর হঠাৎ এম রহমান মার্কেটের টায়ারের দোকান থেকে ধোয়া উঠতে দেখা যায়। এরপর ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসকে খবর দিলে তালতলার দুইটি ইউনিট ও আলমপুরের তিনটি ইউনিট কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন তালতলা ফায়ার স্টেশনের কর্মকর্তা ফায়ার সার্ভিস লিডার আবুল হোসেন। |