/ ধর্ম ও জীবন / সন্তানকে ভালোবাসবেন, সে হলো আপনার বড় সম্পদ: ছারছীনার পীর ছাহেব
সন্তানকে ভালোবাসবেন, সে হলো আপনার বড় সম্পদ: ছারছীনার পীর ছাহেব
নতুন বার্তা, বরগুনা:
|
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা দুনিয়াবী সম্পদরাশীর প্রতি ছুটাছুটি করি। অথচ দুনিয়ায় সবচেয়ে বড় সম্পদ হলো সন্তান-সন্ততি। তাদের কারণে দুনিয়ায় সম্মানিত হওয়া যায় আবার কোন কোন ক্ষেত্রে তাদের কারণে অপমানিতও হতে হয়। একজন নেককার সন্তান পিতা-মাতার জন্য দুনিয়া ও আখিরাতে রহমত স্বরূপ। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করলে সে কখনো পিতা-মাতার অবাধ্য হবেনা। পিতা-মাতা, উস্তাদ, মুরুব্বীদেরকে সম্মান করবে। বর্তমানে আমাদের সমাজে দেখা যায় সন্তানগণ দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে। এর কারণ হিসেবে দেখা যায়, তাদের পারিবারিক নৈতিক শিক্ষার অভাব, সন্তানদিগকে অভিভাবকগণ ঠিকমত সময় না দেয়া, অল্প বয়সে মোবাইল দেয়া ইত্যাদি। এর থেকে পরিত্রান লাভের একমাত্র উপায় তাদেরকে পারিবারিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা এবং সবচেয়ে বড় সম্পদ মনে করে তাদেরকে আদর, ¯েœহ, মমতা ও ভালোবাসা দেয়া। সর্বোপরি সন্তানদিগকে অসৎ সংগ থেকে দূরে রাখতে হবে। গতকাল বরগুনা জেলার সদর উপজেলাধীন উত্তর বড় লবনগোলা খানকায়ে ছালেহীয়া মোহেব্বিয়া কমপ্লেক্স দীনিয়া মাদ্রাসা মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন। মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন। পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালননা করেন। |