/ সারাদেশ / সংগীতশিল্পী পায়েলের শেকড়ের যাত্রা শুরু
সংগীতশিল্পী পায়েলের শেকড়ের যাত্রা শুরু
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক সেবা কার্যক্রমে শেকড় নামক একটি সামাজিক সংগঠনের যাত্রা শুরু করেছে। রবিবার সকালে জয়পুরহাটে সংগীতশিল্পী সাজিয়া ইসলাম পায়েলের স্টুডিওতে শেকড়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পায়েল ২০১৫ সালে চ্যানেল আই ক্ষুদে গানরাজের ফাইনাল রাউন্ডে সারাদেশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করে। শেকড়ের মূল লক্ষ্য দেশের ঐতিহ্য এবং সংস্কৃতির চর্চা, পরিবেশ সচেতনতা, এবং সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে অর্থনৈতিক মুক্তি দেয়া। পায়েল সংগীতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের পুরস্কারপ্রাপ্ত, তিনি তাঁর সংগীত জীবনের পাশাপাশি সমাজের কল্যাণে কাজ শুরু করেছেন। শেকড়ের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি, লোক উৎসব আয়োজন, বৃক্ষরোপণ অভিযান, স্বাস্থ্য ক্যাম্প, পরিবেশ সচেতনতা এবং প্রান্তিক নারীদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য একটা প্লাটফর্ম তৈরীতে কাজ করা হবে। ইতোমধ্যে শেকড়ের সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন সমাজসেবক, পরিবেশবিদ, স্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সংবাদকমীরা। পায়েল বলেন, আমি সংগীত নিয়ে অনেক বছর ধরে কাজ করছি সেইসাথে আমি সমাজের জন্যও দায়বদ্ধতা অনুভব করি। শেকড় প্রতিষ্ঠার মাধ্যমে আমি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সমাজে সবার কল্যাণে কাজ করতে চাই। শেকড়ের প্রথম পদক্ষেপ হিসেবে শিশুদের মানসিক বিকাশ কার্যক্রম, পর্যায়ক্রমে বৃক্ষরোপণ এবং স্বাস্থ্য ক্যাম্পসহ অন্যান্য সেবামূলক আয়োজন। এছাড়াও, শেকড়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। |