আজ বুধবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
 / অর্থনীতি / বাণিজ্য / শিল্পে কাঁচামাল সংকট, রমজানে নিত্যপণ্য সরবরাহে বিঘ্নের আশঙ্কা
শিল্পে কাঁচামাল সংকট, রমজানে নিত্যপণ্য সরবরাহে বিঘ্নের আশঙ্কা
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 19 January, 2025 at 8:45 PM
শিল্পে কাঁচামাল সংকট, রমজানে নিত্যপণ্য সরবরাহে বিঘ্নের আশঙ্কাচলতি মূলধনের ঘাটতি, ডলারের সংকট ও উচ্চমূল্য এবং গ্যাস ও বিদ্যুৎ সংকটের মধ্যে পড়েছে দেশের কিছু বড় বড় প্রতিষ্ঠান। এর সঙ্গে যুক্ত হয়েছে ঋণপত্র (এলসি) খোলার সমস্যা। কিছু ব্যাংকের মাধ্যমে এলসি খুলতে না পারায় কাঁচামালও আমদানি করতে পারছে না। এভাবে চলতে থাকলে আগামী রমজানে নিত্যপণ্যের সরবরাহ ব্যাহত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তারা বলছেন, কিছু ব্যাংকের বিশেষ করে ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংকগুলো এলসি খুলতে অসহযোগিতা করছে। যার কারণে দেশের তেল-চিনিসহ সব ধরনের নিত্যপণ্য ও ভোগ্যপণ্যের উৎপাদন, রড-সিমেন্টসহ নির্মাণশিল্পের তৈরি উপকরণ, ওষুধ, সিরামিক ও বস্ত্র খাতের মতো বৃহৎ শিল্পগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে।
এলসি খুলতে না পারায় সম্প্রতি সার্বিক তথ্য তুলে ধরে সরকারের উচ্চপর্যায়ে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে চিঠি দিয়েছে দেশবন্ধু গ্রুপ। বিষয়টি আমলে নিয়ে গত বছরের ৩ ডিসেম্বর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে যথাযথ নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়।
তার আগে গত বছরের ২৮ অক্টোবর অর্থ মন্ত্রণালয় থেকেও একটি চিঠি দেওয়া হয়। সবশেষ গত ৫ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক থেকেও এ বিষয়ে নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আরেকটি চিঠি দেওয়া হয়।
এ পরিপ্রেক্ষিতে ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলার নম্বর ১৬/২০২২ অনুযায়ী গ্রুপটির লোন রিসিডিউল করার জন্য সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংককে চিঠি দেয় দেশবন্ধু গ্রুপ। তবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি- এ তিনটি ইসলামী ব্যাংক লোন রিসিডিউল করেনি। বরং বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে ক্লাসিফাইড হিসেবে প্রদর্শন করেছে।
এ অবস্থায় বিষয়টি সুরাহার জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হয় দেশের অন্যতম বৃহৎ শিল্পপরিবার দেশবন্ধু গ্রুপ। হাইকোর্ট সার্বিক দিক বিবেচনা করে ও বাংলাদেশ ব্যাংকের চিঠির পরিপ্রেক্ষিতে দেশবন্ধু গ্রুপের লোনগুলো রিসিডিউল করে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেন।
এদিকে, গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক উল্লেখিত তিনটি ইসলামী ব্যাংককে দেশবন্ধু গ্রুপের কোম্পানিগুলোর সুদ মওকুফ করে ব্যাংক হিসাবগুলো নিয়মিতকরণ এবং নিয়মিত ব্যাংকিং কার্যক্রম করার জন্য চিঠি দেয়। এ চিঠির পরিপ্রেক্ষিতে দেশবন্ধু গ্রুপ সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ব্যবস্থা গ্রহণের চিঠি দেয়। কিন্তু এখনো পর্যন্ত ব্যাংকগুলো তা করেনি।
ফলে হাজার হাজার লোকের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে এবং দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিল্পের কাঁচামাল আমদানি করতে ব্যাংকগুলোর অসহযোগিতার কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি শ্রমিকদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে।
জানা গেছে, গ্রুপটির অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু সুগার মিলস ২০১৭ সাল থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সঙ্গে, ২০১৯ সাল থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির সঙ্গে এবং ২০২৩ সাল থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে ব্যবসা শুরু করে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ২০১৭ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দেশবন্ধু গ্রুপের সাতটি কোম্পানির অনুকূলে মোট ৪ হাজার ৯৩৪ কোটি ৪০ লাখ টাকা ঋণ দেয়। এ ঋণের বিপরীতে পরিশোধ করে ৩ হাজার ৬০৫ কোটি ৭৩ লাখ টাকা।
সোশ্যাল ইসলামী ব্যাংক ২০১৯ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দেশবন্ধু গ্রুপের পাঁচটি কোম্পানির অনুকূলে মোট ১ হাজার ৫৪৯ কোটি ৮১ লাখ টাকা ঋণ দেয়। ঋণের বিপরীতে পরিশোধ করা হয় ১ হাজার ১৪৬ কোটি ৩৩ লাখ টাকা। একই ভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ ২০২৩ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দেশবন্ধু সুগার মিলসের অনুকূলে মোট ৭৫৩ কোটি ৭০ লাখ টাকা ঋণ দেয়। যেখানে পরিশোধ হয় ৩৮০ কোটি ৮৭ লাখ টাকা।
এছাড়াও বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী গ্রুপটি ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে প্রায় ৫০০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী এই ক্ষতির টাকা গত আট বছরের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও ব্যাংকগুলো এখনো তা দেয়নি।
সাবেক সচিব ও দেশবন্ধু গ্রুপের নির্বাহী পরিচারক (ইডি) মোমতাজুল ইসলাম বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। তারপর দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা। কিন্তু সেটির বাস্তবায়নে বিঘ্ন ঘটায় চতুর্মুখী সংকটে পড়েছে দেশের শিল্পখাত।
তিনি বলেন, দেশের বেশ কয়েকটি বড় বড় শিল্পগ্রুপ এরই মধ্যে এলসি খুলতে না পেরে তাদের উৎপাদন কমিয়েছে। এমনকি কেউ কেউ কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এরমধ্যে চট্টগ্রামভিত্তিক ও ঢাকার কয়েকটি শিল্পগ্রুপ অন্যতম। যারা বিদেশ থেকে শিল্পের কাঁচামাল এনে পণ্য উৎপাদন করে ১৮ কোটি মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছে। অথচ তাদের অনেক ব্যাংক শতভাগ ক্যাশ মার্জিন দেওয়া সত্ত্বেও এলসি করতে অপারগতা প্রকাশ করছে। ক্রমেই এ পরিস্থিতি আরও প্রকট হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের আর্থ-সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক ব্যাংকে বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোর এলসি, বিদেশি ব্যাংক (এডিডি) কনফারমেশন করছে না। ফলে সংকট আরও ঘনীভূত হচ্ছে। সামনে রমজান মাস, দেশের ভোগ্যপণ্য চাহিদা দ্বিগুণ হবে। কিন্তু সেই অনুযায়ী এলসি খোলা এবং তার বিপরীতে মাল শিপমেন্টের অবস্থা সন্তোষজনক নয়।
দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন বলেন, ইসলামী ব্যাংকগুলোর সঙ্গে বড় বড় শিল্পগ্রুপের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও দূরত্ব যোগ হয়েছে। অতি সম্প্রতি ইসলামী ব্যাংকগুলো বিভিন্ন শিল্পগ্রুপের কোনো এলসি না করে শুধু পূর্ববর্তী ঋণের টাকা পরিশোধের জন্য চাপ দিয়ে আসছে। এমন পরিস্থিতির শিকার দেশবন্ধু গ্রুপ।
তিনি জানান, গ্রুপটির অধীনে ২৮টি কোম্পানির প্রায় ১৭ ধরনের শিল্প-কারখানা রয়েছে, যেখানে ২৫ হাজারের (বাস্তবায়নযোগ্য প্রকল্পসহ) বেশি লোকের কর্মসংস্থান। ইসলামী ব্যাংকগুলো কিছুদিন ধরে শতভাগ ক্যাশ মার্জিন দেওয়ার পরও এলসি দিচ্ছে না। এমনকি সাপ্লাইয়ার ক্রেডিট কন্ট্রাক্টের আওতায় কাঁচামাল আমদানি করতেও সহায়তা করছে না। যদিও এতে ব্যাংকগুলোর কোনো প্রকার দায় সৃষ্টি হয় না।
এ বিষয়ে দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) বশির আহমেদ জানান, ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ভালোভাবে ব্যবসা করে আসছিল দেশবন্ধু সুগার মিল। তখন দেশের বেশিরভাগ ব্যাংক দেশবন্ধু সুগার মিলের ভালো প্রশংসা করছিল। এ মর্মে কোম্পানিটির কাছে কয়েকটি ব্যাংকের প্রশংসাপত্র রয়েছে।
তিনি বলেন, ২০১০ সালের পর ২০১১ সালে তৎকালীন সরকার কোম্পানির কর্মকর্তাদের ডেকে উচ্চমূল্যে সুগার আমদানি করতে বাধ্য করে। যার ফলে দেশবন্ধু সুগার মিলের ৩৭৮ কোটি টাকা ক্ষতি হয়। অর্থাৎ, যখন দেশবন্ধু সুগারের বার্ষিক টার্নওভার ছিল ৫০০ থেকে ৬০০ কোটি টাকা, তখন এক আমদানিতেই কোম্পানির ৩৭৮ কোটি টাকার ক্ষতি হয়। যার পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় অর্থাৎ সব অথরিটির কাছে একটি চিঠি দেওয়া হয়।
‘ওই চিঠিতে বলা হয়, সরকারের কথা অনুযায়ী দেশবন্ধু সুগার মিলসের সুগার আমদানি করে। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো কোম্পানির ক্ষতি হলে বিষয়টি সরকার দেখবে। সরকারের কথা অনুযায়ী তখন কোম্পানির ক্ষতির ৩৭৮ কোটি টাকা ফেরত পাওয়ার জন্য যথাযথ নিয়ম মেনে আবেদন করে। কিন্তু দুঃখের বিষয় অদ্যাবধি ক্ষতির সে টাকা ফেরত পায়নি কোম্পানি’- বলেন বশির আহমেদ।
তিনি আরও বলেন, ব্যাংকগুলো দেশবন্ধু গ্রুপের কাছে ঋণের কিছু টাকা পাবে এটি সত্য এবং তা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধও করা হচ্ছে। দেশের ব্যবসা-বাণিজ্যের এই মহাসংকটময় সময়ে ঋণ পরিশোধে কিছুটা বিলম্ব হচ্ছে। যার কবলে শুধু দেশবন্ধু গ্রুপই পড়েনি, বরং দেশের সব ধরনের কোম্পানি সাফার করছে।
বশির আহমেদ বলেন, দেশবন্ধু গ্রুপের মতো শিল্পপ্রতিষ্ঠান একদিনে প্রতিষ্ঠা হয়নি। এটি দেশের অনেক বড় সম্পদ। বিগত দিনে ব্যাংকগুলো বিভিন্ন শিল্পগ্রুপের অনুকূলে ৫০ হাজার কোটি টাকার বেশি সুদ মওকুফ করেছে। এমনকি বিভিন্ন সময়ে কোনো কোনো শিল্পগ্রুপকে নতুন করে চলতি মূলধন হিসেবে অর্থের জোগানও দিয়েছে। শুধু তাই নয়, রাষ্ট্রীয় করপোরেশনগুলো দেশ স্বাধীনের পর থেকে অদ্যাবধি কোটি কোটি টাকা লোকসানের পরও ভর্তুকি দিয়ে কর্মসংস্থান ঠিক রেখেছে।
‘এ ধারাবাহিকতায় দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের স্বার্থে সরকার ও বাংলাদেশ ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেশে ও বিদেশের মানদণ্ড ঠিক রেখে এই বৃহৎ শিল্প কারখানাগুলোকে কীভাবে রক্ষা করা যায়, তার একটি দিকনির্দেশনা দিতে পারে’- যোগ করেন তিনি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনা নিহত
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের সোপোর এলাকায় অভিযানের সময় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। সোপোর পুলিশ বলছে, জেলার জালুরা গুজারপতিতে ...
হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় কী ইঙ্গিত করলেন সাইফ
হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় কী ইঙ্গিত করলেন সাইফ
বলিউড অভিনেতা সাইফ আলী খানকে কয়েকদিন আগে মধ্যরাতে ছুরিকাঘাতে জখম করা হয়। ছয়টি ছুরিকাঘাত লাগে তার। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে ...
৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা
৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা
আগামী ৭ দিনের মধ্যে প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. ...
বেনজীরের রিসোর্টে এনবিআরের অভিযান, মিলেছে কর ফাঁকির প্রমাণ
বেনজীরের রিসোর্টে এনবিআরের অভিযান, মিলেছে কর ফাঁকির প্রমাণ
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান পরিচালনা করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ...
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করতে অধ্যাদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে ...
তুরস্কের হোটেলে আগুন, ৬৬ জনের মৃত্যু
তুরস্কের হোটেলে আগুন, ৬৬ জনের মৃত্যু
তুরস্কের মধ্যাঞ্চলীয় বোলু প্রদেশের একটি স্কি রিসোর্টের হোটেলে আগুন লেগে ৬৬ জন নিহত ও কমপক্ষে ৫১ জন আহত হয়েছেন। স্থানীয় ...
২ বছরের ওয়ারেন্টি ও স্ক্রিন প্রোটেকশন সুবিধা নিশ্চিতে একযোগে কাজ করবে ওয়াদা ও অনার
২ বছরের ওয়ারেন্টি ও স্ক্রিন প্রোটেকশন সুবিধা নিশ্চিতে একযোগে কাজ করবে ওয়াদা ও অনার
শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অনার বাংলাদেশ সম্প্রতি, ডিভাইসকে অনাকাঙ্ক্ষিত ক্ষতি থেকে সুরক্ষা দিতে ওয়াদার সাথে অংশীদারিত্ব করেছে। অনার বাংলাদেশ এর সকল ...
বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীর প্রতিবাদ সভা
বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীর প্রতিবাদ সভা
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের চৌহাটি, বাঁশপুকুর, কাজীপাড়ার মধ্যবর্তী স্থানে কৃষি ও বসতবাড়ি রক্ষা কমিটির এবং জীবন ও বসতভিটা রক্ষা ...
ফকিরহাটে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা সভা
ফকিরহাটে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা সভা
বাগেরহাটের ফকিরহাটে বাল্য বিবাহের কুফল সম্পর্কে সমাজের সচেতন ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়রি) বেলা ১১টায় বাহিরদিয়া-মানসা পাবলিক ...
১০
মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন
মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন
"জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৬ তম ...
 
ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক নির্বাচন: আলোচনায় তুঙ্গে সভাপতি প্রার্থী রফিক
ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক নির্বাচন: আলোচনায় তুঙ্গে সভাপতি প্রার্থী রফিক
ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশন নির্বাচনী প্রচার প্রচারণায় জমে উঠেছে আইনজীবী পাড়া। নির্বাচন ঘিরে আইনজীবী পাড়ায় আলোচনায় তুঙ্গে রয়েছেন সভাপতি ...
হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসার আয়োজনে ফিরে দেখা ২০২৪ র্শীষক সভা অনুষ্ঠিত
হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসার আয়োজনে ফিরে দেখা ২০২৪ র্শীষক সভা অনুষ্ঠিত
রাসূল (ছা.)-এর পূর্নাঙ্গ অনুসরণে ছালাত আদায়, কুরআন কারীম এবং দলিল ভিত্তিক বিশুদ্ধ হাদীসের আলোকে ইসলাম প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার লক্ষ্যকে ...
আইয়ুব খান নতুনধারার সহ-সম্পাদক মনোনীত
আইয়ুব খান নতুনধারার সহ-সম্পাদক মনোনীত
নতুনধারা বাংলাদেশ এনডিবির আন্তর্জাতিক উপ-কমিটির সহ-সম্পাদক মনোনীত হয়েছেন আইয়ুব খান। ১৮ জানুয়ারি বিকেল ৪ টায় আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন দেন নতুনধারা ...
নাম-পরিচয়হীন শিশুর অভিভাবকত্ব দিতে হচ্ছে আইন
নাম-পরিচয়হীন শিশুর অভিভাবকত্ব দিতে হচ্ছে আইন
নাম-পরিচয়হীন ও পরিত‌্যাগ করা শিশুদের অধিকার রক্ষায় একটি আইন করতে যাচ্ছে সরকার। এসব শিশুর অভিভাবকত্ব দেওয়ার মাধ‌্যমে তাদের বেঁচে থাকা, ...
ঠাকুরগাঁওয়ে সীমান্ত অতিক্রমকালে বিজিবি কতৃক বাংলাদেশী যুবক আটক
ঠাকুরগাঁওয়ে সীমান্ত অতিক্রমকালে বিজিবি কতৃক বাংলাদেশী যুবক আটক
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্তে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রমকালে বিজিবি টহলদল মো: নাঈম আহম্মেদ (২২) নামে এক যুবককে আটক করে। সোমবার ...
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান মালালার
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান মালালার
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন আফগান তালেবান সরকারের শাসনকে বৈধতা না দেন ...
সিলেটের ঝালোপাড়ায় অগ্নিকাণ্ড: মার্কেট ও বসত ঘর ভস্মীভূত
সিলেটের ঝালোপাড়ায় অগ্নিকাণ্ড: মার্কেট ও বসত ঘর ভস্মীভূত
সিলেটের চাঁদনীঘাটের ঝালোপাড়া  এম রহমান  মার্কেটে  অগ্নিকাণ্ডে  ১০টি দোকান ও ২টি পুড়ে ভস্মীভূত  হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায়  ব্যবসা ...
ফ্যাসিবাদীদের পলায়নে সহায়তাকারীরা বিমানবন্দরে এখনো বহাল তবিয়তে
ফ্যাসিবাদীদের পলায়নে সহায়তাকারীরা বিমানবন্দরে এখনো বহাল তবিয়তে
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হত্যাযজ্ঞের পর হজরত শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে দেশ ছেড়েছেন ফ্যাসিবাদের দোসর ও গণহত্যায় হুকুমদাতাদের অনেকে। কারো চোখে ...
টিউলিপের পর এবার নজর তার দিকে: যোগ্যকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
টিউলিপের পর এবার নজর তার দিকে: যোগ্যকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
দুর্নীতি ও অর্থ আত্মাসাতের অভিযোগে কয়েকদিন আগে যুক্তরাজ্যের সিটি মন্ত্রীর পদ হারান শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। এবার তার ...
১০
জয়পুরহাটে কুসুম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা
জয়পুরহাটে কুসুম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা
জুলাই-আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সামনে দাঁড়াতে না পেয়ে গত বছর ৫ আগষ্ট/২৪ আওয়ামীলীগ সরকার প্রধান শেখ হাসিনা দেশ থেকে পলিয়ে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com