/ আন্তর্জাতিক / গাজায় যুদ্ধবিরতির বিরোধিতা করে ইসরায়েলের নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ
গাজায় যুদ্ধবিরতির বিরোধিতা করে ইসরায়েলের নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ
নতুন বার্তা, ঢাকা:
|
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও তার দলের (ওটজমা ইয়াহুদি পার্টি) নেতারা জোট সরকার থেকে পদত্যাগ করেছেন। রোববার (১৯ জানুয়ারি) তারা পদত্যাগ করেন। যদিও এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমতি দিলে তিনি পদত্যাগ করবেন। খবর জেরুজালেম পোস্ট ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে ওটজমা ইয়াহুদি পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের সঙ্গে একটি অপরিনামদর্শী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার মাধ্যমে শত শত ফিলিস্তিনের মুক্তি দিতে হবে। যাদের হাতে পুরুষ, নারী ও শিশু হত্যার রক্তের দাগ রয়েছে। এজন্য আমরা এই যুদ্ধবিরতির বিরোধীতা করছি। বেন গভিরের দল আরও জানিয়েছে, এই যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এতদিন যে গৌরভ অর্জন করেছে তা ধুলিসাৎ হয়ে গেছে। কারণ যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সৈন্য সরিয়ে নিতে হবে। আর এতে হামাসের ক্ষমতাই প্রকাশ পেয়েছে। প্রসঙ্গত, গত বুধবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। আজ রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল। তবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে যেসব জিম্মিদের মুক্তি দেয়া হবে, তাদের নামের তালিকা না দেয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শেষ পর্যন্ত হামাস মুক্তি পাওয়া জিম্মিদের নামের তালিকা মধ্যস্থকারীদের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তরের পরই যুদ্ধবিরতি কার্যকর হয়। |