/ রাজনীতি / দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান
দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান
নতুন বার্তা, ঢাকা:
|
সব নেতাকর্মীদের সচেতন ও সতর্ক থাকতে হবে, যেন দলের মধ্যে অনুপ্রবেশকারীরা প্রবেশ করতে না পারেন। রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু সবাইকে এক জায়গায় থাকতে হবে। নির্দিষ্ট সময় পর পর সংবিধান অনুযায়ী ভোট হতে হবে, নির্বাচন দিতে হবে। একমমাত্র ভোটই জবাবদিহিতা তৈরি করতে পারে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৯ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, নিজ এলাকায় গাড়িবহরের সামনে কিছু মানুষকে দেখার পর অবাক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। গত বছরের ৫ আগস্টের পর থেকে মানুষ ভিড় করা শুরু করেছেন। এসব মানুষ সম্পর্কে সচেতন হওয়ার কথা জানিয়ে তারেক রহমান বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের নির্যাতন-অত্যাচার, ত্যাগ ভুলে না গিয়ে সবারই নিজেদের মধ্যে জানতে চাওয়া উচিত, অপরিচিত মানুষগুলোকে কেন বিএনপির কাছে আসতে দেব? সবাইকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে সব নেতাকর্মীদের। যেন অনুপ্রবেশকারীরা দলে ঢুকতে না পারেন। মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তবে অনুপ্রবেশকারী নয়। তিনি আরও বলেন, রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। তবে সবার এক জায়গায় থাকতে হবে। নির্দিষ্ট সময় পর পর আইন ও সংবিধান অনুযায়ী ভোট হতে হবে, নির্বাচন দিতে হবে। একমাত্র ভোটই পারে জবাবদিহিতা তৈরি করতে। কাউকে সুবিধা দেয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর নির্যাতন সহ্য করেনি জানিয়ে বিএনপির এ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নেতাকর্মীদের বিনীত ও করজোড়ে অনুরোধ করেন, মোটরসাইকেল ওয়ালা অনুপ্রবেশকারীদের দলে ভেড়াবেন না। ভিড় করতে দেবেন না, বিভ্রান্ত হবেন না, কেউ কোনো বিভ্রান্তমূলক কাজ করবেন না। তাদের দলে ভেড়ানো হলে দলীয় নেতাকর্মীদের জন্য ভালো হবে না। তারেক রহমান বলেন, যদি অন্য কেউ সরকার গঠন করে, তাহলে রাজনৈতিক কর্মী হিসেবে অবশ্যই মনযোগ থাকা উচিত, সেটা দলের জন্য ভালো হবে না। আপনারা মানুষের পাশে দাঁড়ান, তাদের মতো করে তৈরি করতে হবে নিজেদের। |