/ আন্তর্জাতিক / শপথ নেয়ার আগেই অভিবাসীদের কঠোর বার্তা দিলেন ট্রাম্প
শপথ নেয়ার আগেই অভিবাসীদের কঠোর বার্তা দিলেন ট্রাম্প
নতুন বার্তা, ঢাকা:
|
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনই অভিবাসীদের ওপর বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার (১৯ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির এরিনাতে হাজার হাজার সমর্থকদের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। নির্বাচনের সময় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা রক্ষা করবেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, সোমবার সূর্যাস্তের পরেই আমাদের দেশে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। জনসভায় যুক্তরাষ্ট্রের সাবেক ও ভবিষ্যৎ এই প্রেসিডেন্ট উপস্থিত সমর্থকদের উল্লসিত করতে বড়াই, মিথ্যা দাবি ও একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যান। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন আর ৭৫ দিন আগে আমরা আমাদের দেশের সবচেয়ে মহাকাব্যিক রাজনৈতিক বিজয় অর্জন করেছি। আগামীকাল (সোমবার) থেকে শুরু করে আমি প্রবল গতি নিয়ে কাজ শুরু করবো আর আমাদের দেশের প্রত্যেকটি সমস্যার সমাধান করবো।’ ২০২১ সালের ৬ জানুয়ারির পর এই প্রথম ওয়াশিংটন ডিসিতে তিনি বড় কোনো রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখলেন। এই সমাবেশে তার দেয়া বক্তৃতা ও সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর দিতে যাওয়া বক্তৃতাতে ট্রাম্পের এবারের মেয়াদের সুরটির পরিষ্কার পূর্ব ধারণা পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে সোমবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় দুপুর ১২টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে বাইডেন প্রশাসনের ‘প্রত্যেকটি মৌলবাদি ও নির্বোধ নির্বাহী আদেশ’ বাতিল করার প্রত্যয় জানিয়েছেন তিনি। |