আজ বুধবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
 / অর্থনীতি / বাণিজ্য / বেহাল বীমা, লাখো মানুষের কান্না
বেহাল বীমা, লাখো মানুষের কান্না
নতুন বার্তা, ঢাকা:
Published : Monday, 20 January, 2025 at 1:24 PM
বেহাল বীমা, লাখো মানুষের কান্নাবীমা খাতে অনিয়ম, গ্রাহক ভোগান্তি বেড়েই চলছে। ম্যাচিউর হওয়া পলিসির টাকা দিতে গ্রাহক হয়রানি, নির্দিষ্ট সময় পার হলেও প্রিমিয়ামের টাকা পরিশোধে বিলম্ব, হিসাবে অনিয়মসহ নানা অব্যবস্থাপনায় চলছে দেশের বীমা খাত। এমন নাজুক পরিস্থিতি ভাবিয়ে তুলছে বীমা গ্রাহক ও বীমা খাত সংশ্লিষ্টদের। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কাছে পাওনা টাকার জন্য ভিড় করছেন গ্রাহকরা। বীমা কোম্পানির হয়রানির বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর অভিযোগের জন্য সেল থাকলেও বেশির ভাগ গ্রাহকই তা জানেন না। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে গ্রাহকদের টাকা পেতে ভোগান্তির কথা জানিয়েছে গ্রাহক ও বিভিন্ন অঞ্চলের জোনাল ইনচার্জরা। বীমা কোম্পানিগুলো মালিকপক্ষের লুটপাটের কারণে সংকট তৈরি হয়েছে এই খাতে।   
সূত্র জানায়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কাছে বার বার গ্রাহকদের ৩ থেকে ৪ বছর আগে ম্যাচিউর হওয়া পলিসির টাকা পরিশোধে তাগাদা দিয়ে আসলেও তারা জোনাল ইনচার্জদের পাঠানো এসব অনুরোধ আমলে নিচ্ছে না। ফলে জোনাল অফিসে গ্রাহকরা এসে নানা হুমকি-ধামকি, অফিসে ভাঙচুর চালাচ্ছে। যার কারণে অনেকে হয়েছেন বাড়িছাড়া। হেড অফিসে এগুলো জানালে তারা ইনচার্জদের ডেকে নিয়ে মিটিং করে সম্পত্তি বিক্রি করা হলে তখন টাকা দেয়া হবে বলে আশ্বাস দিচ্ছেন। যেটা কার্যত তারা আদৌও করছেন না। করোনার সময় থেকে নানা অজুহাতে টাকা দিতে বিলম্ব ও ভোগান্তিতে পড়তে হচ্ছে ফারইস্টের গ্রাহকদের। এদিকে, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চিত্রও একই। তারাও ম্যাচিউর হওয়া পলিসির টাকা দিতে নানা রকম টালবাহানা করছে। 
সূত্র জানায়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের টাকা বিগত সময়ে যে পরিচালনা পর্ষদ ছিল তারা টাকা লুটপাট করে পালিয়েছে। জমির নির্দিষ্ট মূল্যের বাইরে গিয়ে অতিরিক্ত দামে কেনারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। নির্দিষ্ট কিছু এলাকা ছাড়া সারা দেশের গ্রাহক টাকা পেতে ভোগান্তি  পোহাচ্ছেন। সম্পদ বিক্রির অজুহাতে মিথ্যা আশ্বাসে গ্রাহক ও জোনাল অফিসারদের ঘোরানো হচ্ছে। এ ছাড়াও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিও তার নিজস্ব এলাকায় পলিসির টাকা পরিশোধে গুরুত্ব দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। 
বীমা আইন ২০১০ অনুযায়ী, গ্রাহক কোম্পানিতে বীমা দাবির জন্য আবেদন করার ৯০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হয়। কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর পেরিয়ে গেলেও কিছু কোম্পানি দাবি পরিশোধ করছে না।
সরজমিন দেখা গেছে রাজধানীর মতিঝিল এলাকায় গড়ে ওঠা এসব বীমা কোম্পানির অফিসগুলোতে গ্রাহকদের ভিড়। সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে ২ ঘণ্টা অবস্থান করে দেখা মিলে সেখানে গ্রাহকরা তাদের জমানো প্রিমিয়ামের টাকা নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন। তাদের এক টেবিল থেকে আরেক টেবিলে পাঠানো হচ্ছে। কর্মকর্তারা কেউই এই বিষয়ে কথা বলতে চাচ্ছেন না। সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অধীনে সূর্যমুখী একক বীমা প্রকল্পের গ্রাহকরা টাকা তুলতে এসেছেন বেশি। তাদেরকে ফান্ড নেই বলে ঘুরানো হচ্ছে এমন চিত্রও দেখা যায়। 
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে সরজমিন অবস্থান করে দেখা যায় গ্রাহক ভোগান্তির চিত্র।
একাধিক গ্রাহক বলেন, আমাদের ম্যাচিউর হওয়া পলিসির টাকা দিতে তারা এভাবে ঘুরাচ্ছে আমাদের। নিরুপায় হয়ে গেছি আমরা। মানুষ বিপদ-আপদের জন্য বীমা করে। দরকারের সময় যদি টাকা নাই পাই এভাবে ভোগান্তি পোহাতে হয় তাহলে কেন মানুষ বীমা করবে? বীমার ওপর ভরসাই করবে কীভাবে বলে অভিযোগ করেন তারা।
খাত সংশ্লিষ্টরা বলছেন, টাকা না পাওয়াটা বীমা খাতের বড় ভীতি। কিছু কিছু কোম্পানি এই পরিস্থিতির জন্য দায়ী। মানুষের টাকা লুট করে অনেক কোম্পানির মালিক আখের গুছিয়েছেন। বর্তমান সময়ে অনেক কোম্পানির মালিক কিংবা ব্যবস্থাপকদের চুরি করে অফিস করতে হচ্ছে। অনেকে নিজেদের অফিসে নিজেরাই প্রকাশ্যে আসতেছেন না। এসব সমস্যা থেকে বীমা খাতকে বাঁচাতে বড় ধরনের সংস্কার অত্যন্ত জরুরি। এত কিছুর পরও নীরব নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ’র কার্যক্রম নিয়ে রয়েছে নানামুখী অভিযোগ। বিশাল পরিমাণের বীমা দাবি নিষ্পত্তি না করার বিষয়ে খাত সংশ্লিষ্টরা অপরিকল্পিত ও মন্দ বিনিয়োগকে দায়ী করছেন। তাছাড়া এজেন্টদের উচ্চহারের কমিশন দেয়া ও অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ও দায়ী বলে মনে করেন তারা। তারা বলেন, সময়মতো বীমা দাবি পরিশোধ না হওয়াতে সামগ্রিকভাবে বীমা খাতের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হচ্ছে। এ কারণে জীবন বীমা গ্রাহণের হার বাড়ার বদলে কমছে।
ম্যাচিউর পলিসি পরিশোধে বিলম্ব: ম্যাচিউর হওয়া পলিসির মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৩ থেকে ৪ বছর পার হলেও গ্রাহকদের টাকা দেয়া হচ্ছে না। নানা বাহানায় ঘুরানো হচ্ছে গ্রাহকদের। আবার ২ থেকে ৩ বছর ঘুরে কেউ টাকা পেলেও চুক্তি ও ঘোষণামতো টাকা পাচ্ছেন না। নামমাত্র চেক ধরিয়ে দিয়ে দায়সারা হচ্ছে বলেও অভিযোগ বীমা গ্রাহকদের। চেক পেতেও দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। অনেককে বাধ্য করা হচ্ছে পুনরায় বীমা পলিসি করতে। বার বার সময় দিয়ে অফিসে আসলে সম্পত্তি বিক্রি করা হয়নি দাম কম এমন কথা বলে গ্রাহকদের ফিরিয়ে দেয়া হচ্ছে।
চেক বিড়ম্বনা: গ্রাহকদের চাপের মুখে বীমা কোম্পানিগুলো মেয়াদ উত্তীর্ণ পলিসির বিপরীতে ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত তারিখ দিয়ে ব্যাংক চেক প্রদান করলেও কার্যত চেক ডিজঅনার হয় (কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকলে ব্যাংক তা প্রত্যাখ্যান করে দেয়)। এ অবস্থায় বার বার চেকের তারিখ পরিবর্তন করেও টাকা দিতে ব্যর্থ হয়েছে অনেক কোম্পানি। এই পরিস্থিতির কারণে গ্রাহকরা এখন ব্যাংক চেক প্রদান থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন। চেক দেয়ার নামে গ্রাহকদের শান্ত রাখার একটা অপকৌশল এটা। ব্যাংকে পর্যাপ্ত টাকা থাকুক না থাকুক। অনেক কোম্পানি একের পর এক চেক ইস্যু করে যাচ্ছে।
প্রতারণার অপকৌশল: টাকা বা বীমা দাবি পরিশোধের বদলে গ্রাহকদের পুনরায় পলিসি করার চাপ সৃষ্টি করা বা বাধ্যতামূলক পুনরায় পলিসি করতে বাধ্য করা হচ্ছে। এ ছাড়াও এফডিআর নামক ভোগান্তিতে জড়ানোর পাঁয়তারা করছে অধিকাংশ কোম্পানি। এতে বেশির ভাগ জোনাল অফিসার ইনচার্জরা ভোগান্তিতে পড়ছেন। হেনস্তার শিকার হচ্ছেন। গ্রাহকদেরও ভোগান্তি বেড়েই চলছে।
অনেকে আবার বীমা দাবির অর্ধেক টাকা পরিশোধ এবং অবশিষ্ট টাকা দিয়ে পুনরায় বীমা পলিসি করতে বাধ্য করে থাকে। এতে নিজের টাকা না পেয়ে বরং প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকরা। এসব কারণে বেশির ভাগ পলিসি অচল হয়ে পড়েছে। যা বীমা খাতের জন্য ক্যান্সার স্বরূপ। 
দেশে ৩৬টি জীবন বীমা কোম্পানির মধ্যে ৩২টির কাছে প্রায় ১১ লাখ গ্রাহকের অনিষ্পন্ন বীমা দাবি জমেছে ৩ হাজার ৩৯০ কোটি টাকা। এরমধ্যে একটি কোম্পানির অনিষ্পন্ন দাবির পরিমাণই দাঁড়িয়েছে ২ হাজার ৩১০ কোটি টাকা। সবচেয়ে বেশি অনিষ্পন্ন বীমা দাবি রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। 
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চিফ ফাইন্যান্স অফিসার রুহুল আমিন বলেন, আগের পরিচালনা পর্ষদের অনিয়ম দুর্নীতির কারণে আজকে এ অবস্থা। এর কারণে আগের পরিচালনা পর্ষদের অনেকেই কারাগারে আছেন। আমরা আমাদের সম্পদ বিক্রির ওপর গুরুত্ব দিয়ে গ্রাহকের টাকা পরিশোধে চেষ্টা করছি।
সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কাছে জমানো টাকা নিতে এসেছেন রেহেনা বেগম। মুন্সীগঞ্জ থেকে তিনি এক এজেন্টের মাধ্যমে ওই বীমা কোম্পানিতে টাকা জমান। ১২ বছরের জন্য বীমা করা থাকলেও স্ট্রোক করার কারণে তিনি আর এই বীমা চালিয়ে নিতে পারেননি। এখান যে টাকাটা জমা হয়েছে। সেটাই নেয়ার জন্য এসেছেন তিনি।
রেহেনা বেগম বলেন, এক এজেন্টের মাধ্যমে মুন্সীগঞ্জে নিয়মিত প্রায় দু’বছরের মতো টাকা জমিয়েছি। এখানে এসে খোঁজ নিয়ে জানতে পারি আমার দেয়া পুরো টাকাটা এখানে জমা দেয়নি সেই এজেন্ট। এখন যা পাবো সেটার জন্যই ঘুরতেছি। বীমা কোম্পানির লোকেরা নানা রকম টালবাহানা করছে। একজন আরেকজনের কাছে তথ্যের জন্য পাঠাচ্ছে। সবাই বলছে ফান্ডে টাকা নেই। পরে জানানো হবে।
রাজীব হোসেন নামের এক যুবক মানিকগঞ্জ থেকে এসেছেন তার মায়ের করা বীমা অ্যাকাউন্টের টাকা নিতে। তিনি বলেন, বাবা  স্ট্রোক করার পর মা আর সঞ্চয় করতে পারেনি। যে টাকাটা মা জমা করেছেন। সেটা নিতে এর আগেও এসেছি। কিন্তু বার বার ঘুরে পরে জমির মূল দলিল জমা দিয়ে রিসিভ নিয়েছি। ফান্ডে টাকা না থাকায় তারা বলেছে ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহে আসতে। এখন চেকের জন্য এসেছি। দুবার বোনাস পেয়েছি ৫০ হাজার টাকা। এরপর জমা হওয়া ১ লাখ টাকার মধ্যে ৪৫ হাজার টাকা দিবেন তারা। এই টাকাটাও নিতে ১০ হাজার টাকা দিয়ে বই করলে নাকি চেক দিবেন, এমন কথা বলছেন তারা। পরে একজন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দিতে বলেন, দিয়েছি এক মাস হলো। কোনো কিছুতেই কিছু হচ্ছে না। কবে যে টাকা পাবো। টাকার জন্য স্ট্রোক করে পরে থাকা বাবার চিকিৎসাও করাতে পারছি না।
আব্দুল জলিল এসেছেন কুমিল্লা থেকে। তিনিও কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একটি অ্যাকাউন্ট খুলেছিলেন। তিনি বলেন, এভাবে কীভাবে যে চলবো বুঝতে পারছি না। কতো কী উপহার আর বোনাসের কথা বলে তারা অ্যাকাউন্ট করিয়েছে। অনেকের টাকার সঠিক হিসাবগুলোও জমা দেয়নি এলাকার এজেন্টরা।
নাজমুল নামে একজন জানান, বীমা কোম্পানিগুলো এমনভাবে লোভনীয় অফার দিয়ে অ্যাকাউন্ট করায়। কিন্তু পরবর্তীতে হাতেগোনা দু’চারটা প্রতিষ্ঠান ছাড়া কেউই ভালোভাবে গ্রাহকদের সময়মতো টাকা পরিশোধ করে না। জমাকৃত টাকা নিতে আসলেও ভোগান্তির শেষ থাকে না।
অপু নামের এক যুবক তার পিসির টাকা নিতে এসেছেন নরসিংদী থেকে। তিনি বলেন, নিয়মিত ১২ বছর টাকা জমা করেছেন আমার পিসি। প্রতি মাসে ৫ হাজার টাকা করে ১২ বছরে দাঁড়ায় ৭ লাখ ২০ হাজার টাকা। অফিসে এসে দেখতেছি জমা ১ লাখ ৭৫ হাজার টাকা। বলা হচ্ছে পিসিকে তারা ৩ লাখ টাকা দিয়েছেন। আবার ১ লাখ টাকা কীভাবে উঠানো হয়েছে সেটাও পিসি বা আমরা জানি না। ১২ বছর জমানোর পর অফিস থেকে পিসিকে জানানো হয়েছে আপনি তিন বছর জমা দেন নাই টাকা। কিন্তু পিসি নিয়মিত টাকা জমা দিয়েছেন। এজেন্ট ঠিকমতো টাকা অফিসের খাতায় এন্ট্রি করেননি বলেও জানান। 
সূর্যমুখী একক বীমা দেখভালের দায়িত্বে নিয়োজিত আনোয়ার হোসেন বলেন, আমাদের ফান্ডে টাকা না থাকায় আমরা টাকা দিতে পারছি না।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মিডিয়া মুখপাত্র জাহাঙ্গীর আলম মানবজমিনকে বলেন, বীমা দাবি পরিশোধের জন্য কোম্পানিগুলোকে আইডিআরএ তাগিদ দিয়ে যাচ্ছে। কোম্পানিগুলোর আর্থিক অনিয়মে জড়িত পরিচালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে টাকা উদ্ধারের নির্দেশ দেয়া হয়েছে। দাবি নিষ্পত্তির জন্য এর আগে স্থায়ী সম্পদ বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, আমাদের কাজ বীমা নিষ্পত্তি করার বিষয়ে এবং অভিযোগকারীদের ম্যাচিউর হওয়া পলিসির টাকা পরিশোধে সংশ্লিষ্ট ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কথা বলা। তাদেরকে চাপ প্রয়োগ করে গ্রাহকের টাকা পরিশোধে তাগাদা দেয়া। আমরা কাজটি অত্যন্ত ভালোভাবে করার চেষ্টা করছি। বিগত সময়ের থেকে বর্তমানে এ বিষয়টি একটু জটিল হয়ে দাঁড়িয়েছে সরকার পরিবর্তনের কারণে। বিভিন্ন কোম্পানির পরিচালনা পর্ষদ নতুন করে গঠিত হয়েছে। তাদের সঙ্গে কথা বলে আমরা বিষয়টি নিয়ে দ্রুততার সঙ্গে কাজ করার চেষ্টা করছি।
গ্রাহকের হয়রানির দিকটা প্রয়োরিটি দিয়েছি, আমাদের অভিযোগ সেল রয়েছে। সেখানে অভিযোগ করলে আমরা যথাযথ প্রক্রিয়া মেনে যতদ্রুত সম্ভব অভিযোগের বিষয়ে কোম্পানির সঙ্গে কথা বলে সেটা নিষ্পত্তিতে তাগিদ দিচ্ছি। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে যেগুলো লাইফ ইন্স্যুরেন্স রয়েছে তাদেরও বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা, বিগত সরকারের সময়ে নানা অনিয়মের কারণে সবকিছুতে একটু সময় লাগছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রুশাদ ফরিদী বলেন, উন্নত বিশ্বে বীমা বা ইন্স্যুরেন্সের দিকে তাদের সিস্টেমটাকে আমরা ফলো করতে পারি। আমাদের দেশের বীমা, ইন্স্যুরেন্স খাতে আইনের শাসনের অভাব, বিচারহীনতার প্রক্রিয়া, ল অ্যান্ড অর্ডারের দুর্বলতা এগুলোর কারণে মানুষ আস্থা হারিয়ে ফেলছেন বীমা ও ইন্স্যুরেন্সে। মামলায় দীর্ঘসূত্রিতাও এর মধ্যে আরেকটা কারণ। উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায় তারা ইন্স্যুরেন্সে অনেক জনপ্রিয় ও এগিয়ে। সম্ভাবনাময় খাত হিসেবে বীমা খাত বিশ্বে অধিক জনপ্রিয়। তাদের সেগুলো যথাযথ প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হয়। আমাদের দেশে বিদেশি  কোম্পানি মেটলাইফ ইন্স্যুরেন্সের দিকে তাকালেই দেখা যায় সেই চিত্র। তারা সবকিছু সময়মতো করেন। এ ছাড়া নিয়মিত গ্রাহকের  টাকা পরিশোধ, ইন্স্যুরেন্সের সুযোগ-সুবিধা দিয়ে আসছেন মানুষকে। যার কারণে দেশের ইন্স্যুরেন্স কোম্পানির ওপর মানুষের আস্থা না থাকলেও বিদেশি প্রতিষ্ঠান মেটলাইফ ইন্স্যুরেন্সের কাজের গতি ও জনপ্রিয়তা বেড়েছে সকলের মধ্যে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনা নিহত
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের সোপোর এলাকায় অভিযানের সময় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। সোপোর পুলিশ বলছে, জেলার জালুরা গুজারপতিতে ...
হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় কী ইঙ্গিত করলেন সাইফ
হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় কী ইঙ্গিত করলেন সাইফ
বলিউড অভিনেতা সাইফ আলী খানকে কয়েকদিন আগে মধ্যরাতে ছুরিকাঘাতে জখম করা হয়। ছয়টি ছুরিকাঘাত লাগে তার। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে ...
৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা
৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা
আগামী ৭ দিনের মধ্যে প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. ...
বেনজীরের রিসোর্টে এনবিআরের অভিযান, মিলেছে কর ফাঁকির প্রমাণ
বেনজীরের রিসোর্টে এনবিআরের অভিযান, মিলেছে কর ফাঁকির প্রমাণ
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান পরিচালনা করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ...
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করতে অধ্যাদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে ...
তুরস্কের হোটেলে আগুন, ৬৬ জনের মৃত্যু
তুরস্কের হোটেলে আগুন, ৬৬ জনের মৃত্যু
তুরস্কের মধ্যাঞ্চলীয় বোলু প্রদেশের একটি স্কি রিসোর্টের হোটেলে আগুন লেগে ৬৬ জন নিহত ও কমপক্ষে ৫১ জন আহত হয়েছেন। স্থানীয় ...
২ বছরের ওয়ারেন্টি ও স্ক্রিন প্রোটেকশন সুবিধা নিশ্চিতে একযোগে কাজ করবে ওয়াদা ও অনার
২ বছরের ওয়ারেন্টি ও স্ক্রিন প্রোটেকশন সুবিধা নিশ্চিতে একযোগে কাজ করবে ওয়াদা ও অনার
শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অনার বাংলাদেশ সম্প্রতি, ডিভাইসকে অনাকাঙ্ক্ষিত ক্ষতি থেকে সুরক্ষা দিতে ওয়াদার সাথে অংশীদারিত্ব করেছে। অনার বাংলাদেশ এর সকল ...
বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীর প্রতিবাদ সভা
বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীর প্রতিবাদ সভা
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের চৌহাটি, বাঁশপুকুর, কাজীপাড়ার মধ্যবর্তী স্থানে কৃষি ও বসতবাড়ি রক্ষা কমিটির এবং জীবন ও বসতভিটা রক্ষা ...
ফকিরহাটে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা সভা
ফকিরহাটে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা সভা
বাগেরহাটের ফকিরহাটে বাল্য বিবাহের কুফল সম্পর্কে সমাজের সচেতন ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়রি) বেলা ১১টায় বাহিরদিয়া-মানসা পাবলিক ...
১০
মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন
মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন
"জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৬ তম ...
 
ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক নির্বাচন: আলোচনায় তুঙ্গে সভাপতি প্রার্থী রফিক
ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক নির্বাচন: আলোচনায় তুঙ্গে সভাপতি প্রার্থী রফিক
ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশন নির্বাচনী প্রচার প্রচারণায় জমে উঠেছে আইনজীবী পাড়া। নির্বাচন ঘিরে আইনজীবী পাড়ায় আলোচনায় তুঙ্গে রয়েছেন সভাপতি ...
হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসার আয়োজনে ফিরে দেখা ২০২৪ র্শীষক সভা অনুষ্ঠিত
হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসার আয়োজনে ফিরে দেখা ২০২৪ র্শীষক সভা অনুষ্ঠিত
রাসূল (ছা.)-এর পূর্নাঙ্গ অনুসরণে ছালাত আদায়, কুরআন কারীম এবং দলিল ভিত্তিক বিশুদ্ধ হাদীসের আলোকে ইসলাম প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার লক্ষ্যকে ...
আইয়ুব খান নতুনধারার সহ-সম্পাদক মনোনীত
আইয়ুব খান নতুনধারার সহ-সম্পাদক মনোনীত
নতুনধারা বাংলাদেশ এনডিবির আন্তর্জাতিক উপ-কমিটির সহ-সম্পাদক মনোনীত হয়েছেন আইয়ুব খান। ১৮ জানুয়ারি বিকেল ৪ টায় আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন দেন নতুনধারা ...
নাম-পরিচয়হীন শিশুর অভিভাবকত্ব দিতে হচ্ছে আইন
নাম-পরিচয়হীন শিশুর অভিভাবকত্ব দিতে হচ্ছে আইন
নাম-পরিচয়হীন ও পরিত‌্যাগ করা শিশুদের অধিকার রক্ষায় একটি আইন করতে যাচ্ছে সরকার। এসব শিশুর অভিভাবকত্ব দেওয়ার মাধ‌্যমে তাদের বেঁচে থাকা, ...
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান মালালার
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান মালালার
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন আফগান তালেবান সরকারের শাসনকে বৈধতা না দেন ...
সিলেটের ঝালোপাড়ায় অগ্নিকাণ্ড: মার্কেট ও বসত ঘর ভস্মীভূত
সিলেটের ঝালোপাড়ায় অগ্নিকাণ্ড: মার্কেট ও বসত ঘর ভস্মীভূত
সিলেটের চাঁদনীঘাটের ঝালোপাড়া  এম রহমান  মার্কেটে  অগ্নিকাণ্ডে  ১০টি দোকান ও ২টি পুড়ে ভস্মীভূত  হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায়  ব্যবসা ...
ফ্যাসিবাদীদের পলায়নে সহায়তাকারীরা বিমানবন্দরে এখনো বহাল তবিয়তে
ফ্যাসিবাদীদের পলায়নে সহায়তাকারীরা বিমানবন্দরে এখনো বহাল তবিয়তে
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হত্যাযজ্ঞের পর হজরত শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে দেশ ছেড়েছেন ফ্যাসিবাদের দোসর ও গণহত্যায় হুকুমদাতাদের অনেকে। কারো চোখে ...
টিউলিপের পর এবার নজর তার দিকে: যোগ্যকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
টিউলিপের পর এবার নজর তার দিকে: যোগ্যকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
দুর্নীতি ও অর্থ আত্মাসাতের অভিযোগে কয়েকদিন আগে যুক্তরাজ্যের সিটি মন্ত্রীর পদ হারান শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। এবার তার ...
ঠাকুরগাঁওয়ে সীমান্ত অতিক্রমকালে বিজিবি কতৃক বাংলাদেশী যুবক আটক
ঠাকুরগাঁওয়ে সীমান্ত অতিক্রমকালে বিজিবি কতৃক বাংলাদেশী যুবক আটক
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্তে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রমকালে বিজিবি টহলদল মো: নাঈম আহম্মেদ (২২) নামে এক যুবককে আটক করে। সোমবার ...
১০
জয়পুরহাটে কুসুম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা
জয়পুরহাটে কুসুম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা
জুলাই-আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সামনে দাঁড়াতে না পেয়ে গত বছর ৫ আগষ্ট/২৪ আওয়ামীলীগ সরকার প্রধান শেখ হাসিনা দেশ থেকে পলিয়ে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com