/ অপরাধ / বাবু হত্যার ঘটনায় উত্তাল পল্লবী, জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি
বাবু হত্যার ঘটনায় উত্তাল পল্লবী, জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি
নতুন বার্তা, ঢাকা:
|
রাজধানীর মিরপুর পল্লবী এলাকার শীর্ষ সন্ত্রাসী ব্লেড বাবু হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে পল্লবীর সাধারণ মানুষ। সব সন্ত্রাসীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে সন্ধ্যায় মিছিল করে পল্লবী থানা ঘেরাও করে তারা। পরে পুলিশের আশ্বাসে ফিরে যান বিক্ষোভকারিরা। জানা গেছে, কালসী কবরস্থানে নিহত ব্লেড বাবুর জানাজা শেষ করে হত্যাকান্ডে জড়িত সকল সন্ত্রাসীর গ্রেফতার ও ফাঁসীর দাবীতে মিছিল সহকারে গিয়ে পল্লবী থানা ঘেরাও করেন এলাকাবাসীরা। তারা অভিযোগ করেন, ব্লেড বাবুকে হত্যাকাণ্ডে জড়িত ছালেহ-মুসা, ডাকাত বাবু, রাব্বি, রাজনসহ সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে। পরে পল্লবী থানা পুলিশ আশ্বাস দিলে বিক্ষোভকারিরা ফিরে যান। সোমবার বিকেলে টেকেরবাড়ি এলাকায় ব্লেড বাবুকে প্রতিপক্ষের লোকজন একা পেয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রমজান নামে একজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত মুসা সিকদার ওরফে সুমন সিকদার রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন আসামি। এই হত্যাকাণ্ডের পর তিনি ওমানে পালিয়ে যান। পরে তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত আনে পুলিশ। সে ঢাকার শীর্ষ সন্ত্রাসী প্রকাশ-বিকাশ গ্রুপ ও মানিক গ্রুপের সদস্য। মতিঝিল এজিবি কলোনিতে যুবলীগ নেতা রিজভী হাসান ওরফে বোঁচা বাবু হত্যা মামলার অন্যতম আসামিও মুসা। গত ৩ তারিখ জামিনে মুক্তি পেয়ে নিজের অবস্থান জানান দিতে মুসা এই হত্যাকান্ড ঘটায় বলে অভিযোগ রয়েছে।
|