/ সারাদেশ / ঠাকুরগাঁয়ে শীতের উষ্ণতা বিলাতে অভিনয় কায়দা !
ঠাকুরগাঁয়ে শীতের উষ্ণতা বিলাতে অভিনয় কায়দা !
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
|
ঠাকুরগাঁওয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের (জুলুমবস্তি) উদ্যোগে পাঁচ শতাধিক হতদরিদ্র, অসহায় ও এতিমদের মাঝে শীত বস্ত্র লেপ বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিবছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে লেপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বক্ষব্যধি বিশেষজ্ঞ ডা. শুভেন্দু কুমার দেবনাথ, নুরে শাহাদাত স্বজন, সত্য প্রসাদ ঘোষ নন্দন, মোঃ কাজল রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ। কনকনে এই শীতের মধ্যে জুলুম বস্তির লেপ পেয়ে খুশি শীতার্তরা। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জুলুম বস্তি (সহায়) দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছে। এই ধরনের কার্যক্রমে আমাদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। লেপ পেয়ে বয়স্ক হাজেরা বেগম বলেন, আইজকা যে ঠান্ডা আর কুয়াশা পরিছে তাতে ঘর থেকে বের হওয়া দায়। দুইখান কম্বল দেহেনে মোর জার (শীত) পালায় নাহ। এই ছুয়ালার লেপ পাহেনে আইজকা মুই জার থেকে রেহাই পাম। আরাম করে নিন্দাবা পারিম। সংগঠনের সদস্য আরাফাত সাগর বলেন, আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে চাই। সবাই তো কম্বল বিতরণ করেন। একটা কম্বল ১বছরের বেশি যায়না। তাই আমরা লেপ বিতরণ করি যাতে সেটি অনায়াসে কয়েক বছর যায়। সংগঠনের আরেক সদস্য মেহেদী মাহফুজ বলেন, কোনো শীতার্ত যেন না বলতে পারে আমাদের দান করা হয়েছে তাই আমরা সংগঠনের পক্ষ হতে অভিনয় কায়দা নিয়েছি সবাই যাতে বলতে পারে আমরা ক্রয় করেই নিয়েছে। তাই আমরা প্রতি লেপের মুল্য ৫টাকা রেখেছি। |