/ সারাদেশ / শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ
শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকালে সদর উপজেলার চাটাইডুবি হাইস্কুল মাঠে বিশাল জনসমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ইসলামপুর ইউনিয়ন বিএনপি। এ সময় জনসমাবেশে ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোহরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহŸায়ক তসিকুল ইসলাম তসি। প্রধান অতিথি হারুনুর রশীদ স্বৈরশাসক আওয়ামীলীগ সরকারের বিভিন্ন কর্মকান্ডের কঠোর সমালোচনা করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই হচ্ছেন মহান স্বাধীনতার ঘোষক। কিন্তু স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে ইতিহাস বিকৃত করে নানা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল। যা আদৌ সত্য নয়। আর তাই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের দাবী জানান তিনি। এছাড়া রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দ্রæত নির্বাচন দেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহŸান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষকদলের আহŸায়ক আ.ক.ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ ও সদস্য সচিব মো. তাসেম আলী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল ও সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান ও সাবেক সহ-সভাপতি মিম ফজলে আজিমসহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। |