/ সারাদেশ / পত্নীতলায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পত্নীতলায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
|
পত্নীতলায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরাম এর মতবিনিময় সভা শুক্রবার নজিপুর পুরাতান বাজার পত্নীতলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এর সভাপতি খালিদ হাসান ফনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার পত্নীতলা প্রতিনিধি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এর উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, সহ-সভাপতি আল-আমিন রহমান, সাঃসম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আঃ মতিন, সাংগঠনিক সম্পাদক পরেশ টুডু, সদস্য সচিব ব্রেলভীর আহম্মেদ, শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। প্রধান অতিথি আলহাজ্ব বুলবুল চৌধুরী বলেন, যায়যায়দিন দেশের পাঠকনন্দিত একটি জাতীয় দৈনিক। যায়যায়দিন পত্রিকা দেশ ও জাতির কল্যাণে বরাবরই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকদের মন জয় করে আসছে। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পাঠকদের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” দেশের বিপুল সংখ্যক তরুণসমাজকে সাথে নিয়ে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহন করে দেশপ্রেম ও মানবকল্যাণে কাজ করছে। |