/ সারাদেশ / জয়পুরহাটে ব্যাংক ডাকাতির চেষ্টায় ব্যর্থ- আহত দারোয়ান
জয়পুরহাটে ব্যাংক ডাকাতির চেষ্টায় ব্যর্থ- আহত দারোয়ান
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
জয়পুরহাটের কালাই অগ্রণী ব্যাংকের সিকিউরিটি আনসারের মাথায় চাকু মেরে আঘাত করেছে ডাকাত দলের সদস্যরা। কালাই পৌর এলাকা খুপসারা মাদ্রাসা পাড়ার বাসিন্দা মৃত আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৬) উপজেলা সদরে কালাই অগ্রণী ব্যাংকের সিকিউরিটি আনসার হিসেবে চাকরি করেন। সে জানায় ২৩ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টায় বাড়ীর মূল দরজা ভেঙ্গে সরাসরি শোয়ার ঘরে ঢুকে তাকে ঘুম থেকে উঠায়ে তার কাছ থেকে ব্যাংকের গেট খোলার চাবি নেওয়ার পর মোবাইল কেড়ে নেয়। তারপর তাকে সাথে নিয়ে থুপসারা মাদ্রাসার দক্ষিণ দিকে মাটির রাস্তা দিয়ে টিএনটির পাশ দিয়ে জয়পুরহাট -বগুড়া মহাসড়কে ওঠার জন্য রওনা দেয়। বাড়ি থেকে কিছুদূর আসার পর শফিকুল ইসলাম বলে আমার প্রসাব লেগেছে এই কথা শুনে তাকে প্রসাব করার সুযোগ দেওয়া হলে সেই সুযোগেই তিনি বাড়ির দিকে দৌড়ে যাওয়ার সময় ডাকাত দলের লোকজনেরা তার মাথা লক্ষ্য করে চাকু নিক্ষেপ করলে সে আঘাত হয়। আহত অবস্থায় তিনি জীবন বাঁচার তাগিদে দৌড়িয়ে তার বড় ভাই সাইদুলের বাড়ি সামনে গিয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তার চিৎকারে ভাই ছেলে ও প্রতিবেশীরা এসে তাকে চিকিৎসা করার জন্য স্থানীয় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। শফিকুল ইসলাম জানান ডাকাত দলের লোকজনদের হাতে পিস্তল, বড় বড় ছুড়ি, দেশীয় অস্ত্র ও চাপাতি ছিল। |