/ সারাদেশ / ঠাকুরগাঁওয়ে মেডিকেলে ভর্তি হওয়ার স্বপ্নপূরণের পার্শে উন্নয়ন সংস্থা ইএসডিও
ঠাকুরগাঁওয়ে মেডিকেলে ভর্তি হওয়ার স্বপ্নপূরণের পার্শে উন্নয়ন সংস্থা ইএসডিও
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি:
|
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের মেধাবী শিক্ষার্থী শ্রাবণী রানী অবশেষে মেডিকেলে ভর্তি হওয়ার স্বপ্নপূরণের পথে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে রংপুর মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাওয়া এই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও। শনিবার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁও শহরের গোবিন্দ নগরে অবস্থিত ইএসডিওর প্রধান কার্যালয়ের জয়নাল আবেদিন মিলনায়তনে শ্রাবণী রানীর হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। চেকটি হস্তান্তর করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহিদ উজ জামান, ইএসডিওর পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, এনবিআর কমিশনার তৌহিদুল মনির, ডেপুটি সেক্রেটারি আমিন শরিফ, মোহাম্মদ মিজানুর রহমান, পিকেএসএফ-এর উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান এবং পিকেএসএফ-এর সেক্টর ভ্যালু চেইন স্পেশালিস্ট ড. এস এম ফারুক উল আলম। শ্রাবণীর পরিবারে তিন বোন। বাবা শ্যামল চন্দ্র বর্মণ শ্যালো ইঞ্জিন মেরামত করে যা আয় করেন, তা দিয়ে সংসার চালানোই কঠিন। অভাবের সংসারে পড়ালেখার খরচ জোগাতে মা সুভাসী রানী বর্গা জমিতে চাষাবাদ করেন। তিন মেয়ের পড়ালেখার খরচ চালাতে গিয়ে তারা বহু বাধা পেরিয়েছেন। মেধার স্বীকৃতি হিসেবে রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শ্রাবণী বলেন, স্বপ্নের দ্বারপ্রান্তে আসতে অনেক বাধা পেরোতে হয়েছে। স্কুল-কলেজের শিক্ষকদের সহযোগিতা না পেলে এটা সম্ভব হতো না। ইএসডিওর এই অনুদান আমার স্বপ্নপূরণে বড় সহায়ক হবে। ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ইএসডিওর দায়িত্ব। আমরা চাই, শ্রাবণীর মতো মেধাবীরা তাদের স্বপ্ন পূরণ করুক এবং দেশের জন্য কাজ করুক। শ্রাবণীর স্বপ্ন শুধু চিকিৎসক হওয়া নয়, একজন ভালো মানুষ হয়ে সমাজের কল্যাণে কাজ করা। ইএসডিওর সহায়তা তার স্বপ্নপূরণের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। |