/ সারাদেশ / কালিহাতীতে যাত্রীবেশে প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ,গ্রেফতার ১
কালিহাতীতে যাত্রীবেশে প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ,গ্রেফতার ১
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ
|
টাঙ্গাইলে যাত্রীবেশে প্রাইভেটকারে উঠিয়ে বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। ২৫ জানুয়ারি(শনিবার) রাত নয়টার দিকে মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্র্রেফতারকৃত অপহরণকারীর নাম মো.ইউনুস আলী। সে লালমনির হাট জেলার আদিতমারী থানার সারপুকুর সর্দারটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া। অফিসার ইনচার্জ জানান, ২৫ জানুয়ারি শনিবার সন্ধ্যার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা ক্লিনিকের সামনে থেকে মো. হাসান নামের এক ব্যাক্তিকে যাত্রীবেশে প্রাইভেটকারে তুলেন অপহরণকারীরা। পরে তার কাছে যতেষ্ট টাকা না থাকায় পরিবারের নিকট মুক্তিপণ দাবি করেন ওই চক্রটি। এসময় অপহৃতের পরিবার ওই চক্রের এক সদস্যের মোবাইল নাম্বারে ২৫ হাজার টাকা বিকাশে পাঠায়। পাশাপশি পুলিশকেও বিষয়টি জানায়। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজার থেকে ক্যাশ আউট করার সময় অপহরণ চক্রের সদস্য ইউনুসকে গ্রেফতার করেন। অপহৃত হাসানকেও উদ্ধার করা হয়। তিনি আরও জানান, অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেফতার করাকালীন বাকী সদস্যরা বুজে উঠে অপহৃত হাসানকে রাস্তায় ফেলে দ্রæত চলে যায়। ভিকটিমের পক্ষ থেকে পাঠানো ২৫ হাজার টাকা ও এটিএম কার্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালিহাতি থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছে। যাহার নম্বর ১৫ তারিখ -২৬.০১.২৫। ২৬ জানুয়ারি রোববার দুপুরে অপহরণকারীকে আদালতে পাঠানো হয়েছে। |