/ সারাদেশ / ডা. শফিকুর রহমান এর আগমন উপলক্ষে জয়পুরহাটে স্বাগত মিছিল
ডা. শফিকুর রহমান এর আগমন উপলক্ষে জয়পুরহাটে স্বাগত মিছিল
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান এর আগমন উপলক্ষে রবিবার সকালে স্বাগত মিছিল করেছে জেলা জামায়াত। জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান এর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। জামায়াত নেতাকর্মীরা তাদের প্রাণপ্রিয় নেতা ডা. শফিকুর রহমান এর আগমনে উচ্ছাসিত এবং উজ্জিবিত। আমিরে জামায়াত আগমন, শুভেচ্ছা স্বাগত, দলে দলে যোগ দিন, সম্মেলন সফল করুন এ স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে গোটা শহর। এর আগে জেলা আমিরের সভাপতিত্বে স্থানীয় আব্বাস আলী খান মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫শ’ স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। এছাড়াও সম্মেলন সফল করতে জেলার উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রতিদিন প্রস্তুতি সভা অব্যাহত রয়েছে। জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে ৩০ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিটে সম্মেলন শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সহকারী সেক্রেটারী জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান। সভাপতিত্বে করবেন জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান। |