/ সারাদেশ / জয়পুরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের
জয়পুরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
জয়পুরহাটের কালাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। আজকে রবিবার সকাল সাড়ে নয়টায় কালাই উপজেলার ঠুসিগাড়ী নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক জয়পুরহাট সদর উপজেলার একাডেমী নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং রড বোঝাই ট্রাকের চালক। প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম ও সুজাউল হক জানায়, আজ সকালে জয়পুরহাট থেকে একটি বালু বোঝাই ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাকের সাথে ঠুসিগাড়ী এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালাই উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিদ্দিকুর রহমান বলেন-স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরে পুলিশের হাতে হস্তান্তর করেছি। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন-ঘন কুয়াশার কারনেই মুলত এই দূর্ঘটনাটি ঘটেছে। মৃত্যুর ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। |