/ সারাদেশ / বিএনপি শিক্ষার উন্নয়নে কাজ করেছে, আ.লীগ তা ধ্বংস করেছে : আবুল খায়ের ভূঁইয়া
বিএনপি শিক্ষার উন্নয়নে কাজ করেছে, আ.লীগ তা ধ্বংস করেছে : আবুল খায়ের ভূঁইয়া
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
বিএনপি ক্ষমতায় থাকাকালীন শিক্ষার উন্নয়নে কাজ করেছে, আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তা ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আয়া থেকে শুরু করে সর্বত্র চাকুরী নিয়োগে দুর্নীতি-অনিয়ম হতো। তাদের অনিয়মটাই ছিলো নিয়ম। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে তারা নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিলো। কিন্তু তা বেশি দিন টিকে নি। জনরোষে হাসিনা পালিয়েছে, তার দাম্ভিকতার পতন হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবুল খায়ের ভূঁইয়া বলেন, স্বৈরাচার হাসিনা দেশকে লুটের আখড়া বানিয়েছে। দেশে এমন কোন আকাম বাকি নেই, যা সে করেনি। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে হাসিনা পরিবার। হাসিনার মেয়ে 'সূচনা ফাউন্ডেশন' দিয়ে বড় বড় প্রজেক্টের মাধ্যমে সাড়ে ছয় হাজার কোটি টাকা লুটপাট করেছে। এছাড়া তারা ব্যাংকের টাকা লুটপাট করে ভাগাভাগি করে নিয়েছে। তার ভাগ্নী বিদেশে দুর্নীতির দায়ে অভিযুক্ত। দেশের টাকা যারাই বিদেশে পাচার করেছে, তাদের সকল দুর্নীতির বিচার এদেশে হবে। তাদের আইনের আওতায় আসতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, বিএনপির নেতা আবু ছায়েদ, আব্দুর রহমান, বিদ্যালয় এডহক কমিটির সভাপতি নাঈমুর রশিদ নাঈম, সহকারি প্রধান শিক্ষক লুৎফুর নাহার চৌধুরী, অভিভাবক সদস্য আরমান খন্দকার প্রমুখ। |