/ ধর্ম ও জীবন / প্রত্যেক মুমিন মুসলমানের উচিত হলো হালাল ও হারামের অনুসরণ করে জীবন যাপন কর:ছারছীনার পীর
প্রত্যেক মুমিন মুসলমানের উচিত হলো হালাল ও হারামের অনুসরণ করে জীবন যাপন কর:ছারছীনার পীর
নতুন বার্তা, ঢাকা:
|
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- হালাল ও হারাম মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত। হালালকে হালাল মনে করা এবং হারামকে হারাম মনে করা মুমিনের পরিচয়ের একটি অংশ। তাই প্রত্যেক মুমিন মুসলমানের উচিত হলো নিঃসংকোচে হালাল ও হারামের অনুসরণ করে জীবন যাপন করা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস মতে, কোনো ব্যক্তি যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত কোনো হালাল বস্তুকে হারাম এবং হারাম বস্তুকে হালাল মনে করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। মনে রাখতে হবে ইবাদাতের দশ ভাগের নয় ভাগই হালাল খানার মধ্যে নিহিত। কিন্তু আফসোস বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় চারিদিকে হালালের পরিবর্তে হারামের সয়লাব। বিশেষ করে আমাদের সমাজে সুদ-ঘুষ আজ মহামারির আকার ধারণ করছে। তাই আসুন আমরা এ বিষয়ে পরিপূর্ণ সতর্ক হয়ে জীবন যাপন করলে দুনিয়া ও আখেরাত উভয় জগতে কামিয়াব হতে পারবো ইনশাআল্লাহ। গতকাল ঝালকাঠী জেলার সদর উপজেলাধীন ১নং গাভা রামচন্দ্রপুর শাখা বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর উদ্যেগে বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর স্মরণে ঈছালে ছাওয়াব ওয়াজ মাহফিলের আখেরী মুনাজাতের পূর্ব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন। ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মোঃ এনায়েতুল্লাহ ফয়রাভীর সঞ্চালনায় মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন আফসারী, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাফেজ মোঃ বোরহান উদ্দীন ছালেহী প্রমূখ। পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সাইর্বক কল্যাণ ও শান্তি কামনা করা হয় ও বিশেষভাবে মুর্দেগাণদের জন্য আরেখরী মুনাজাত পরিচালনা করেন। |