/ অর্থনীতি / বাণিজ্য / আইসিএসবি কর্তৃক ব্যাংকিং আইন সংক্রান্ত সাম্প্রতিক পরিবর্তন বিষয়ক সিপিডি ওয়েবিনার আয়োজিত
আইসিএসবি কর্তৃক ব্যাংকিং আইন সংক্রান্ত সাম্প্রতিক পরিবর্তন বিষয়ক সিপিডি ওয়েবিনার আয়োজিত
নতুন বার্তা, ঢাকা:
|
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) গত ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ‘ব্যাংকিং আইন সংক্রান্ত সাম্প্রতিক উন্নয়ন: আলটিমেট বেনিফিসিয়াল ওনারশিপ (ইউবিও) পরিপ্রেক্ষিত’ শীর্ষক সিপিডি ওয়েবিনার আয়োজন করেছে। ওয়েবিনারে বাংলাদেশ ব্যাংক-এর ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-এর অতিরিক্ত পরিচালক জনাব মো. শফিউল আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে তিনি ব্যাংকিং আইন সংশ্লিষ্ট সাম্প্রতিক পরিবর্তনসমূহ, বিশেষ করে আলটিমেট বেনিফিসিয়াল ওনারশিপ (ইউবিও) সম্পর্কিত বিষয়াবলী সম্পর্কে আলোকপাত করেন। আইসিএসবি-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব এম নুরুল আলম এফসিএস স্বাগত বক্তব্য প্রদান করেন; এবং ওয়েবিনারটির সভাপতিত্ব করেন আইসিএসবি কাউন্সিল সদস্য এবং পরীক্ষা কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস। প্রফেশনাল ডেভেলপমেন্ট সাব কমিটি (পিডিএসসি)-এর মেম্বার সেক্রেটারী জনাব মো. নজরুল ইসলাম চৌধুরী এফসিএস ওয়েবিনারটি সঞ্চালনা করেন। আইসিএসবি-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব এম নুরুল আলম এফসিএস ওয়েবিনারে যোগদানের জন্য সকলকে এবং আইসিএসবি-এর প্রফেশনাল ডেভেলপমেন্ট সাব কমিটিকে এই ওয়েবিনার আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব মো. শফিউল আলম এর উপস্থিতির জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, এই ওয়েবিনার চার্টার্ড সেক্রেটারীগনের ইউবিও সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং ঝুঁকি ব্যবস্থাপনার ওপর মূল্যবান তথ্য প্রদান করবে, যা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের উন্নততর কমপ্লায়েন্স নিশ্চিত করতে সহায়ক হবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক ব্যাংকিং আইন ও প্রবিধি সম্পর্কিত সর্বশেষ তথ্যাদির জন্য এই ওয়েবিনাটি গুরুত্বপূর্ণ। সেশন চেয়ার এর বক্তব্যে পিডিএসসি-এর সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস একটি সময়োপযোগী ওয়েবিনার আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি আইসিএসবি-এর সংক্ষিপ্ত ইতিহাস এবং চার্টার্ড সেক্রেটারী পেশার গুরুত্ব ও সম্ভাবনা সম্পর্কে তুলে ধরেন। এছাড়া, তিনি মূল প্রবন্ধ উপস্থাপকে ওয়েবিনারে অংশগ্রহনের সম্মতি প্রদানের জন্য বিশেষ ধন্যবাদ প্রদান করেন এবং আশা প্রকাশ করেন যে, এই ওয়েবিনার ইউবিও এবং ব্যাংকিং খাতের স্বচ্ছতা বিধান ও অন্যান্য সম্পূরক বিষয়ে স্বচ্ছতা সংক্রান্ত অন্যান্য বিষয় সম্পর্কে চার্টার্ড সেক্রেটারীদের পেশাগত জ্ঞান হালনাগাদে সহায়ক হবে। মূল প্রবন্ধ, ‘ব্যাংকিং আইন সংক্রান্ত সাম্প্রতিক উন্নয়ন: আলটিমেট বেনিফিসিয়াল ওনারশিপ (ইউবিও) পরিপ্রেক্ষিত’ শীর্ষক আলোচনায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব মো. শফিউল আলম ইউবিও-এর ধারণা এবং এর কাঠামো নীতিমালা ইত্যাদি এর ওপর আলোকপাত করেন। ইউবিও নীতিমালা কীভাবে কাজ করে এবং কীভাবে এটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে বেনামী মালিকানা প্রতিরোধে কার্যকর সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। তিনি সরাসরি বা বেনামী মালিকানার ‘থ্রেশোল্ড অ্যাপ্রোচ’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শেয়ারহোল্ডার চিহ্নিতকরণ, নিয়ন্ত্রক সংস্থার তদারকি এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, ব্যাংক-কোম্পানী (সংশোধনী) আইন ২০২৩-এর মূল সংশোধনীসমূহ, অনিয়ন্ত্রিত মালিকানা কাঠামো প্রতিরোধের ব্যবস্থা এবং ইউবিও নিবন্ধনের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে আর্থিক ঝুঁকি নিরসন, কমপ্লায়েন্স পরিপালন এবং বাংলাদেশের ব্যাংকিং খাতে অধিকতর জবাবদিহিমূলক পরিবেশ গঠনে ইউবিও-এর গুরুত্ব তুলে ধরা হয়। আইসিএসবি-এর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য এই ওয়েবিনারে অংশগ্রহণ করেন। মূল আলোচনার পর একটি অংশগ্রহণমূলক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে মূল প্রবন্ধ উপস্থাপক অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। পরিশেষে, আইসিএসবি-এর প্রফেশনাল ডেভেলপমেন্ট সাব কমিটি (পিডিএসসি)-এর সদস্য জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান এফসিএস ইনস্টিটিউটের পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি মূল প্রবন্ধ উপস্থাপক, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, সেশন চেয়ার, কাউন্সিল সদস্যগণ, আইসিএসবি-এর সদস্যবৃন্দ এবং সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। |