আজ মঙ্গলবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ০৪ ফেব্রুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
 / অর্থনীতি / বাণিজ্য / বিনিয়োগ কমছে পুঁজিবাজার নিয়ে শঙ্কা
বিনিয়োগ কমছে পুঁজিবাজার নিয়ে শঙ্কা
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 4 February, 2025 at 12:48 AM
বিনিয়োগ কমছে পুঁজিবাজার নিয়ে শঙ্কাটানা দরপতনের বৃত্তে দেশের পুঁজিবাজার। শেখ হাসিনা সরকারের পতনের পর পুঁজিবাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সেই পুরনো দরপতনের ধারায় আটকে গেছে পুঁজিবাজার। প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। নতুন বিনিয়োগ আসছে না। অব্যাহত দরপতনের কারণে তাদের লোকসানের পাল্লা ক্রমেই ভারী হচ্ছে। দিন যত যাচ্ছে শেয়ারবাজারে ক্রেতা সংকট তত প্রকট হচ্ছে। কয়েক কার্যদিবস উত্থান দেখা গেলেও পতনের চিত্রই বেশির ভাগ সময় দেখা গেছে। ডিএসইতে লেনদেন ৩০০ কোটির ঘরে ঘুরপাক খাচ্ছে। ফলে প্রকট হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা সংকট। লোকসান কাটিয়ে ওঠার কোনো পথই যেন পাচ্ছেন না বিনিয়োগকারীরা।   

বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে বর্তমান পতনের পেছনে বড় কোনো কারণ নেই। তবে রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক নানা প্রতিবন্ধকতা এবং বিদেশি বিনিয়োগ কমে যাওয়ায় মন্দা পরিস্থিতি ঘনীভূত হয়েছে। সাধারণ বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন না। প্রাতিষ্ঠানিক, ব্যক্তি শ্রেণি এবং বিদেশি সব শ্রেণির বিনিয়োগকারীরা হতাশ। কবে নাগাদ বাজার ভালো হবে এ অপেক্ষার প্রহর গুনছেন বিনিয়োগকারীরা।

এমন বাস্তবতায় মধ্যেই পুঁজি রক্ষার দাবি নিয়ে মতিঝিলের রাস্তায় সমাবেশ করছেন শেয়ারবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের (বিসিএমআইএ) ব্যানারে সমাবেশ করছেন তারা। সোমবার আড়াইটার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরনো ভবনের সামনে এই সমাবেশ করেন তারা। এতে প্রায় হাজারের বেশি বিনিয়োগকারী উপস্থিত ছিল।

সূত্র মতে, শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন দেখা দিলে শনিবার সংবাদ সম্মেলন করে মতিঝিলে সমাবেশের ডাক দেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীরা এই সমাবেশের ডাক দেয়ার পর রোববার থেকে শেয়ারবাজারে লেনদন ও মূল্য সূচক বৃদ্ধির প্রবণতা দেখা দেয়। আর সোমবার শেয়ারবাজারে লেনদেন শেষ হওয়ার পর ডিএসই’র পুরনো ভবনের সামনের রাস্তায় সমাবেশ শুরু করেন বিনিয়োগকারীরা। সমাবেশ থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদত্যাগসহ তাৎক্ষণিক ১১টি দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা।

সমাবেশে রাজনৈতিক নেতারা: সমাবেশে অংশগ্রহণ করবেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সম্পাদক মো. দিদারুল আলম ভূঁইয়া।

সংগঠনের প্রধান মুখপাত্র মো. নূরুল ইসলাম মানিক বলেন, বর্তমানে শেয়ারবাজারে ৯৯ শতাংশ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত। এসব বিনিয়োগকারীর পুঁজি রক্ষায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান নেতৃত্ব কোনো ভূমিকা রাখছে না। বরং তারা যেন শেয়ারবাজার ধ্বংসের ষড়যন্ত্রে নেমেছে। তিনি বলেন, বিনিয়োগকারীরা ভেবেছিল আওয়ামী লীগের আমলে যে লুটতরাজ হয়েছে, সব কিছু পুষিয়ে আমরা লাভের দিকে যাবো। বিরাট পরিবর্তন হবে, এটাই আশা ছিল। সেটাই হচ্ছিল। কিন্তু নিয়ন্ত্রক সংস্থায় এমন লোকদের দায়িত্ব দেয়া হলো যারা বিনিয়োগকারীদের ধ্বংস থেকে আরও ধ্বংস করছেন। ২০১০ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত যা হয়েছে, গত পাঁচ মাসে তার থেকে বেশি ক্ষতি হয়েছে। পাঁচ মাসে ৬৬ হাজার কোটি টাকা শেয়ারবাজার থেকে বের হয়ে গেছে। তাই পুঁজি রক্ষার্থে এবং আগামীর বাংলাদেশে স্বচ্ছ ও একটি সুন্দর পুঁজিবাজার গঠনে মাকসুদের পদত্যাগ দাবি করা হয়েছে।

আন্দোলনের হুমকিতে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার: দেশের শেয়ারবাজারে লুটতরাজ চলছে এমন অভিযোগের প্রতিবাদে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিসিএমআইএ। বিনিয়োগকারীদের আন্দোলনের ঘোষণা দেয়ার পর ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার।

বাজার বিশ্লেষণ: পুঁজি রক্ষার দাবিতে বিনিয়োগকারীরা আন্দোলনে নামার পর দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে বেড়েছে সবগুলো মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ। এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে লেনদেনের শেষ পর্যন্ত। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ফলে এ বাজারটিতেও মূল্যসূচক বেড়েছে। তবে সিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। সোমবার দিনের লেনদেন শেষে ডিএসইতে ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৩টির। আর ৬৭টির দাম অপরিবর্তিত ছিল। এতে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৯ পয়েন্টে অবস্থান করছে। এদিকে দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৩৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৫৬ কোটি ৪১ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৭৫ কোটি ৯২ লাখ টাকা। অন্য শেয়ারবাজার সিএসই’র সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৯টির এবং ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩ কোটি ৯৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪ কোটি ১৫ লাখ টাকা।

বিনিয়োগকারী সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন আশায় থাকি বাজার ভালো হবে। কিন্তু প্রতিদিনই বাজারে দরপতন হচ্ছে। এভাবে আর কতো দিন চলবে। একটি দেশের পুঁজিবাজার এভাবে চলতে পারে না। আর আমাদের লোকসানের পাল্লা ভারী হচ্ছে। এরই মধ্যে বিনিয়োগ করা পুঁজির প্রায় ৮০ শতাংশ উধাও হয়ে গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম বলেন, বাজারকে বাজারের গতিতে চলতে দেয়াই এখন কমিশনের প্রধান লক্ষ্য। একদিন সূচকের ব্যাপক উত্থান হলো, আরেকদিন কমলো; এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতিতে থেকে বাজারকে রক্ষা করতে কমিশন কাজ করে যাচ্ছে। বাজার সংস্কার প্রসঙ্গে রেজাউল বলেন, টাস্কফোর্স পুরোদমে কাজ করছে। টাস্কফোর্সের কাজের সুবিধার্থে ফোকাস গ্রুপ তৈরি করা হয়েছে। বাজারে সমস্যা চিহ্নিত করে সমাধানকল্পে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

বিনিয়োগকারীদের ১১ দাবি: বিএসইসি’র চেয়ারম্যান ও আইসিবি’র চেয়ারম্যানকে দ্রুত অপসারণ করে নতুন যোগ্য চেয়ারম্যান নিয়োগ করে পুঁজিবাজার বাঁচাতে হবে। বর্তমান মার্কেট পরিস্থিতির কারণে গেইন-ট্যাক্স সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। বর্তমান মার্কেট পরিস্থিতির কারণে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে (তদন্ত ও অসময়ে জেড গ্রুপে প্রেরণ ইত্যাদি)। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানোর বিধান সংস্কার করা প্রয়োজন। কারণ কোম্পানির জেড ক্যাটাগরিতে গেলে সর্বোপরি বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন। কোম্পানিগুলোকে আয়ের ন্যূনতম ৫০ শতাংশ লভ্যাংশ প্রদান করতে হবে। ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ফান্ড ও আইসিবিসহ পুঁজিবাজারে তাদের যতটুকু বিনিয়োগ করার কথা, তা শতভাগ কার্যকর করতে হবে। টাস্কফোর্সের সংস্কারগুলো মিডিয়ার মাধ্যমে বিনিয়োগকারী ও পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনদের দ্রুত জানাতে হবে। সংস্কারের নামে কালক্ষেপণ করে বিনিয়োগকারীকে ক্ষতিগ্রস্ত বা সর্বস্বান্ত করা হচ্ছে। কোম্পানিগুলোকে ন্যূনতম শেয়ার ধারণ ৩০ শতাংশ অবিলম্বে কার্যকর করতে হবে। বিএসইসি’র দায়িত্ব অন্তত ১০টি মিউচ্যুয়াল ফান্ড দ্রুত সময়ের মধ্যে বাজার বিনিয়োগ নিয়ে আসা। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোনো কোম্পানি পরপর দুই বছর লভ্যাংশ প্রদানে ব্যর্থ হলে তার বোর্ড পুনর্গঠন করতে হবে ও ফোর্স সেল বন্ধ করতে হবে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
প্রশ্ন রেখেই শেষ হলো ভোটার তালিকা হালনাগাদ
প্রশ্ন রেখেই শেষ হলো ভোটার তালিকা হালনাগাদ
প্রশ্ন রেখেই শেষ হলো ভোটার হালনাগাদ কার্যক্রম। আইন অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার নিয়ম থাকলেও, বাস্তবে মিলেছে ...
রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিশ্রুতি অনুযায়ী চীনের পদক্ষেপ কম: পররাষ্ট্র উপদেষ্টা
রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিশ্রুতি অনুযায়ী চীনের পদক্ষেপ কম: পররাষ্ট্র উপদেষ্টা
রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিশ্রুতির তুলনায় বাস্তবিক অর্থে চীনের পদক্ষেপ খুব কম বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার ...
বিনিয়োগ কমছে পুঁজিবাজার নিয়ে শঙ্কা
বিনিয়োগ কমছে পুঁজিবাজার নিয়ে শঙ্কা
টানা দরপতনের বৃত্তে দেশের পুঁজিবাজার। শেখ হাসিনা সরকারের পতনের পর পুঁজিবাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সেই পুরনো দরপতনের ধারায় ...
১৩ জেলায় বিএনপিতে নতুন কমিটি, আরও পরিবর্তন আসছে
১৩ জেলায় বিএনপিতে নতুন কমিটি, আরও পরিবর্তন আসছে
তৃণমূলকে শক্তিশালী ও সংগঠিত করতে বিএনপি’র জেলা কমিটির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নেতৃত্ব দেয়া হচ্ছে তরুণ নেতাদের হাতে। ...
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুরের ১০ জন নিহত, পরিবারে চলছে মাতম
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুরের ১০ জন নিহত, পরিবারে চলছে মাতম
অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুরের রাজৈর উপজেলার ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও চারজন। গত ...
আজ যুবনেতা নয়ন বাঙ্গালীর শুভ জন্মদিন
আজ যুবনেতা নয়ন বাঙ্গালীর শুভ জন্মদিন
আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবি, জাতীয় মানবাধিকারকর্মী, জাতীয় যুবনেতা, হাজার হাজার দক্ষ যুব সংগঠক তৈরির মহানায়ক- যে আমার মতো ...
বছরটি খুবই গুরুত্বপূর্ণ, যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে: প্রধান উপদেষ্টা
বছরটি খুবই গুরুত্বপূর্ণ, যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে: প্রধান উপদেষ্টা
এ বছরটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এ অবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ...
বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু শাখার পারিবারিক মিলনমেলা ও চড়ুইভাতি সম্পন্ন
বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু শাখার পারিবারিক মিলনমেলা ও চড়ুইভাতি সম্পন্ন
বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলার শাখার উদ্যোগে বার্ষিক পারিবারিক মিলনমেলা ও চড়ুইভাতি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রামু উপজেলার সমুদ্র উপকুলীয় পর্যটন ...
রামুর তরুণ ব্যবসায়ী জাহেদুল হকের ইন্তেকাল: রামু লেখক ফোরামের শোক
রামুর তরুণ ব্যবসায়ী জাহেদুল হকের ইন্তেকাল: রামু লেখক ফোরামের শোক
রামু লেখক ফোরামের সহ-সভাপতি, চট্টগ্রাম পতেঙ্গা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমানের ছোট ভাই, রামু চৌমুহনী আলম মেডিকোর সত্ত্বাধিকারী হাফেজ জাহেদুল হক ...
১০
বেলাবো উপজেলা ছাত্রলীগ সম্পাদক তৌফিকসহ গ্রেফতার-১০
বেলাবো উপজেলা ছাত্রলীগ সম্পাদক তৌফিকসহ গ্রেফতার-১০
নরসিংদীর বেলাবো উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার ভূঁইয়া তৌফিকসহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা ...
 
মাদক সেবন করতে এসে সিলেটের বন্দর পুলিশ ফাঁড়ি পুলিশের জালে চিহ্নিত দুই ছিনতাইকারী
মাদক সেবন করতে এসে সিলেটের বন্দর পুলিশ ফাঁড়ি পুলিশের জালে চিহ্নিত দুই ছিনতাইকারী
সিলেট মেট্রোপলিটন  এলাকায়  ছিনতাইকারীদের কবল নিরাপদ রাখতে  এবং জান মালের নিরাপত্তা দিতে  এসএমপির পুলিশ  কমিশনার মো: রেজাউল করিম  পিপিএম  ( ...
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের উদ্যোগে পথশিশুদের নিয়ে পিঠা উৎসব
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের উদ্যোগে পথশিশুদের নিয়ে পিঠা উৎসব
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক এর পক্ষ থেকে অসহায় পথশিশুদের নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইল শহরের ...
স্বপ্ন ভেঙে যাচ্ছে জয়পুরহাটের আলুচাষিদের
স্বপ্ন ভেঙে যাচ্ছে জয়পুরহাটের আলুচাষিদের
হিমাগারে আলু রাখার সময় দাম ছিল ১৩ থেকে ১৬ টাকা কেজি। তবে হিমাগার থেকে বের করার সময় বীজ আলুর দাম ...
চট্টগ্রামে চীনা নববর্ষ ২০২৫ উদযপান: নবায়নযোগ্য শক্তি এবং টেকসইতার আহ্বান
চট্টগ্রামে চীনা নববর্ষ ২০২৫ উদযপান: নবায়নযোগ্য শক্তি এবং টেকসইতার আহ্বান
বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ আইএসডিই বাংলাদেশ, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি ...
২০ বছরের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের একই সীমান্তে বিএসএফের গুলিতে আহত ছোট ভাই
২০ বছরের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের একই সীমান্তে বিএসএফের গুলিতে আহত ছোট ভাই
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত। যেখানে চলতি মাসের ২৫ জানুয়ারী শনিবার বুকের বাম পাশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে মারাত্মক আহত ...
এমপি পদ থেকে টিউলিপের অপসারণ চায় কনজারভেটিভ পার্টি
এমপি পদ থেকে টিউলিপের অপসারণ চায় কনজারভেটিভ পার্টি
মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেও রেহাই মিলছে না টিউলিপ সিদ্দিকের। মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেও তার এমপি পদ বহাল আছে। তাই বৃটেনের ...
বিবিএসের জরিপ: দেশে দারিদ্র্যের হার বেড়ে ১৯.২ শতাংশ
বিবিএসের জরিপ: দেশে দারিদ্র্যের হার বেড়ে ১৯.২ শতাংশ
দেশে দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ২ শতাংশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রোভাটি ম্যাপ অব ...
ফেব্রুয়ারিতে আসছে ছাত্রদের নতুন দল, ৩০০ আসনে প্রার্থী: রিফাত রশিদ
ফেব্রুয়ারিতে আসছে ছাত্রদের নতুন দল, ৩০০ আসনে প্রার্থী: রিফাত রশিদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস‍্য রিফাত রশিদ বলেছেন, ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসবে। জুলাই পরবর্তী আকাঙ্ক্ষা পূরণে ...
আল জাজিরা’র রিপোর্ট: আওয়ামী লীগে বিভক্তি চ্যালেঞ্জের মুখে হাসিনা
আল জাজিরা’র রিপোর্ট: আওয়ামী লীগে বিভক্তি চ্যালেঞ্জের মুখে হাসিনা
জুলাই বিপ্লবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের নেতৃত্বের যবনিকাপাত হয়েছে। বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতিতে একটি বড় শক্তি হিসেবে ...
১০
গণমাধ্যমকর্মীদের ন্যূনতম বেতনের নিশ্চয়তা থাকা দরকার: গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান
গণমাধ্যমকর্মীদের ন্যূনতম বেতনের নিশ্চয়তা থাকা দরকার: গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যমকর্মীদের জন্য ন্যূনতম একটি বেতনের নিশ্চয়তা থাকা দরকার। তাঁদের আর্থিক সংকট নিরসন না ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com