![]() পুঠিয়াতে শীতার্তদের মাঝে রেডক্রিসেন্টের কম্বল বিতরণ
নতুন বার্তা, রাজশাহী:
|
![]() ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার সকাল ১০ টায় বানেশ্বর সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। এসময় আরো উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম, নূর হোসেন নির্ঝর ও বানেশ্বর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো মাসুদ রানা। এছাড়া ও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রেড ক্রিসেন্টের যুব প্রধান মো জাকারিয়া ইকবাল অন্তর এবং রেড ক্রিসেন্টের যুব সদস্যবৃন্দ। এসময় প্রায় ১০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় উপকারভোগীরা রেড ক্রিসেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। |