![]() ব্রাহ্মণবাড়িয়ায় বিশিষ্ট কবি আল মাহমুদের স্মরণোৎসব উপলক্ষে গণমাধ্যম কর্মীদের মত বিনিময়
প্রদীপ কুমার দেবনাথ:
|
![]() এ উপলক্ষে রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি ইব্রাহিম খান সাদাতের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক পৌর মেয়র মো. হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন হোসাইন জিহাদ প্রমুখ। এ সময় জানানো হয়, কবির স্মৃতিবিজড়িত নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে। |