![]() চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০ ছাত্রীকে বহিস্কার
নতুন বার্তা, চবি:
|
![]() বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন। সনদ বাতিলসহ স্থায়ী বহিস্কৃত ওই নারী শিক্ষার্থীর নাম আফসানা এনায়েত এমি। তিনি আইন বিভাগের (১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আমাদের কার্যক্রম এখনো চলমান রয়েছে। বহিস্কৃতদের বাকি তালিকা রাতে প্রকাশ করা হবে। এর আগে, গত ৫ ফেব্রুয়ারি রাতে, শেখ হাসিনা হলে কিছু শিক্ষার্থী নৌকা ভাঙতে গেলে নারী শিক্ষার্থীরা সেই নৌকা ভাঙতে বাধা দেয়। একপর্যায়ে মেয়েরা ইট-পাটকেল নিক্ষেপ করে তাদের হল থেকে বের করে দেয়। এই ঘটনায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাঁধা প্রদানসহ একজন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ কোরবান আলীকে লাঞ্ছিত করা হয়। এই ঘটনায় ১ জন নারী শিক্ষার্থীর সনদ বাতিলসহ স্থায়ী বহিস্কার এবং ৯ জনকে দুই বছরের জন্য সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঘটনায় ৩ সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির বেঁধে দেওয়া মেয়াদ আজ শেষ হওয়া সাপেক্ষে তদন্ত কমিটির রিপোর্ট দুপুর ১২টায় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। |