![]() নগরের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বাইসাইকেল চালানোর আহ্বান
নতুন বার্তা, ঢাকা:
|
![]() উক্ত অনুষ্ঠানে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ এর জনসংযোগ কর্মকর্তা জনাব মাহামুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রবার্ট গালাগার, পাবলিক ট্রান্সপোর্ট প্লেনিং এক্সপার্ট, আপডেটিং দা রিভাইসড স্ট্রেটজিক ট্রান্সপোর্ট প্লেন ফর ঢাকা এবং মিস গাউস পিয়ারী, পরিচালক, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট। জনাব রবার্ট গালাগার, পাবলিক ট্রান্সপোর্ট প্লেনিং এক্সপার্ট, আপডেটিং দা রিভাইসড স্ট্রেটজিক ট্রান্সপোর্ট প্লেন ফর ঢাকা, তার উপস্থাপনার মাধ্যমে ঢাকায় বাইসাইকেল লেনের গুরুত্ব তুলে ধরেন এবং একই সড়কে বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু কোন ট্রাফিক আইন মেনে চলে না। দিন দিন ব্যক্তিগত গাড়ীর পরিমাণ বেড়ে যাওয়ার কারণে ঢাকা শহরে বাইসাইকেল চালানো ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। জনাব রবার্ট গালাগারের পরামর্শ মতে ঢাকার যাতায়াত ব্যবস্থায় শৃঙ্খলা আনতে হলে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া দরকার। লন্ডন শহরের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষে প্রায় ২,০০০ লোক কর্মরত আছে। অপরদিকে বাংলাদেশে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষে মাত্র ২০০ লোক কর্মরত আছে। যার ফলে এত শহরে যাতায়াত ব্যবস্থা নিয়ন্ত্রণ করা কোনভাবেই সম্ভব নয়। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক মিস গাউস পিয়ারী বলেন, বর্তমানে বাংলাদেশের শহরগুলোর অবস্থা খুবই নাজুক। বিভিন্ন ধরণের সমস্যায় জর্জরিত। হয়ত সকল সমস্যা চাইলেই সমাধান যোগ্য নয়, কিন্তু কিছু সমস্যা সমাধান করা সম্ভব। যেমন, বাইসাইকেলের ব্যবহার বৃদ্ধি করে দূষণ সমস্যা হ্রাস করা যেতে পারে। এটি পরিবেশবান্ধব ও ক্রয়ক্ষমতার মধ্যেই আছে। আমরা যদি আমাদের পরিবেশ ও স্বাস্থ্য ভাল রাখতে চাই, তাহলে বাইসাইকেল চালাতে উৎসাহিত করতে হবে সবাইকে। পাশাপাশি ব্যক্তিগত গাড়িকে পরিহার করার জন্যও অনুপ্রেরণা দিতে হবে, এতে শহরের যানজট নিরসন এবং কার্বন নিঃসরন কমে আসবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ঢাকা মহানগরী শব্দ ও বায়ু দূষণে শীর্ষে অবস্থান করছে। দূষণ রোধে বাইসাইকেলকে প্রাধান্য দেওয়া দরকার। তারা আরও বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের প্রতিদিন অনেক টাকা ব্যয় করতে হয় যাতায়াতে। এজন্য ক্রয়ক্ষমতার মধ্যে থাকতে হবে সাইকেলের দাম, সাইকেল চালানোর পরিবেশ, লেন ও এর জন্য পার্কিং লট থাকতে হবে, বাইসাইকেল ও এটি তৈরির সংশ্লিষ্ট যন্ত্রাংশের উপর যে কর আরোপ বিদ্যমান, তা হ্রাস করতে হবে। ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট কর্তৃক আয়োজিত বাইসাইকেল বিষয়ক গান লঞ্চিং প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন উত্তরা সাইকেল কমিনিটি, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ডেফোডিল ইউনিভার্সিটি, ফিমেইল সাইকেলার্স অব বাংলাদেশ, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, ইউএনডিপির প্রতিনিধিরাসহ আরো অনেকে। আজকের অনুষ্ঠানের আলোচকবৃন্দের মাধ্যমে কিছু সুপারিশমালা উঠে আসে: ক্স ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের আরও কার্যকর ভূমিকা পালন করা ক্স ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের লোকবল বৃদ্ধি করা ক্স বাইসাইকেল লেন বৃদ্ধি করা ক্স সাইক্লিস্টদের জন্য একটি অযান্ত্রিক যান নীতিমালা প্রণয়ন করা |