![]() সাতক্ষীরার ফল ব্যাবসায়ি কামরুল ইসলাম দুই বছর ধরে নিখোঁজ
সাতক্ষীরা প্রতিনিধি:
|
![]() সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের নিখোঁজ কামরুল ইসলামের বৃদ্ধা পিতা রহমত আলী কান্না জড়িত কন্ঠে বলেন তার ছেলে ফল ব্যাবসা করতো। ২০২৩ সালে নভেম্বর মাসে সকাল ৮ টার সময় ঢাকার গাড়িতে ফল কিনতে ঢাকায় যায়। সেখান থেকে অদ্যবদি সে নিখোঁজ। তার কোন সন্ধান পায়নি। তার ব্যাবহৃত দুটি মোবাইল ০১৯২৫১৮১৯৩৪/ ০১৭৩৪১৭৫৪৮৮ নম্বর এখনও বন্ধ। সে বেচেঁ না মারে তার কোন খোঁজ পায়নি। তার ছোট ছোট চারটি মেয়ে নিয়ে আমি মানবেতার জীবন যাবন করছি। তাকে খুঁজে পেতে তার বৃদ্ধ পিতা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।২৫: |