![]() শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুব উন্নয়ন অধিদপ্তরের সচেতনতামূলক অনুষ্ঠান
নতুন বার্তা, রাজশাহী:
|
![]() প্রধান অতিথির বক্তৃতায় আক্তার জামীল বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে বড়রা। কিন্তু তাদের দেখা যায় না, তারা অদৃশ্যমান। যাদের দেখা যায় তারা হচ্ছে তরুণ। তরুণরা ব্যবহৃত হয়, বিশেষ করে যেসব তরুণ বেকার তারাই বেশি ব্যবহৃত হয়। প্রধান অতিথি বলেন, আমরা খারাপ কাজ থেকে দুইভাবে নিবৃত হতে পারি। প্রথমত: বই পড়ে, দ্বিতীয়ত: কোনো প্রশিক্ষণ নিয়ে কাজে যুক্ত হয়ে। কাজে যুক্ত হলে অন্যের দ্বারা ব্যবহৃত হওয়ার সম্ভাবনা কমে যায় এবং নিয়ম বিরুদ্ধ কাজ করার সময়ও থাকে না। কাজের বিষয়ে কোনো লজ্জা নেই। আর এখনকার তরুণদের তো এমন লজ্জা আগেই ভেঙে গেছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্টে তরুণদের ব্যবহৃত না হওয়ার পরামর্শ দিয়ে আক্তার জামীল বলেন, কোনো কোনো সময় সিনিয়রদের না বলতে শিখতে হবে। তাদেরকে না বলতে হবে। তিনি বলেন, নিজের এলাকার পরিবেশ ঠিক রাখতে আমরা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নিজেরা পাহারা দিতে পারি। গ্রামেও দল গঠন করে পাহারা দেয়া যায়। বাইরের লোকদের যদি আমরা আমাদের নিজেদের এলাকায় সুযোগ না দেই তবে তারা বিশৃঙ্খলা করতে পারবে না। এসময় তিনি তরুণদের সন্ধ্যার মধ্যে বাসায় ফেরার উত্তম চর্চা অনুসরণের পরামর্শ দেন। রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা এবং দপ্তরটির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে। |