![]() ভাঙ্গুড়ায় বইপড়া কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নতুন বার্তা, পাবনা:
|
![]() ১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার বেলা ১২:০০ টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমুন নাহার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি), তাসমীয়া আক্তার রোজী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ মোছাঃ রুমানা আক্তার রোমি, থানার ভারপাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হকসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্টানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: ওয়ালী উল্লাহ। অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামীল বলেন, বই মানুষকে আলোকিত করে এবং এ বই পড়ার অভ্যাসটি ছোটবেলা হতেই গড়ে তুলতে হবে। উপজেলার বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, স্থান অর্জনকারীদের মাঝে বই উপহার দেওয়া হয়। |