![]() বোয়ালখালীতে জায়গা বিরোধের হামলায় একই পরিবারের আহত ৪
এমরান কাদেরী, বোয়ালখালী চট্টগ্রাম থেকে:
|
![]() বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বোয়ালখালী পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী তুলাতল সুবেদার বাড়িতে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে দুর্বৃত্তরা মারামারিতে জড়ায়। এতে আহত হন গৃহবধূ নয়ন মনি (৩৫), তাঁর স্বামী মো.কাইসার (৪০), শ্বশুর হাজী জাফর আহম্মেদ (৮০) ও শাশুড়ী নুর জাহান বেগম (৬৫)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে মঙ্গলবার রাতে গৃহবধূ নয়ন মনি বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। নয়ন মনি বলেন, আসামীদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এনিয়ে আদালতেও মামলা রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও গতকাল মঙ্গলবার তারা সংঘবদ্ধ হয়ে আমাদের বসতবাড়ি দখল, ভাঙচুর ও লুটপাট শুরু করে। এতে বাধা দিলে আমাদের লোহার রড ও লাঠি দিয়ে বেদরক মারধর করে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। |