![]() আইসিএসবি কর্তৃক “কোম্পানি আইন সংস্কার” সংক্রান্ত সেমিনার আয়োজিত
নতুন বার্তা, ঢাকা:
|
![]() উক্ত সেমিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব), জনাব মোঃ আবদুর রহিম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)-এর নিবন্ধক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ মিজানুর রহমান এনডিসি। সেমিনারে “কোম্পানি আইন সংস্কার” বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএসবি-এর প্রাক্তন প্রেসিডেন্ট ও কাউন্সিল সদস্য এবং মোহাম্মদ সানাউল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর সিইও ও লিড কনসালটেন্ট জনাব মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস। মূল প্রবন্ধের উপর আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইসিএসবির কাউন্সিল সদস্য ও আজিজুর রহমান অ্যান্ড অ্যাসোসিয়েটস (এআরএ)-এর সিইও ও লিড কনসালটেন্ট জনাব মোঃ আজিজুর রহমান এফসিএস এবং আইসিএসবির কাউন্সিল সদস্য ও ইস্টার্ন হাউজিং লিমিটেডের কোম্পানি সেক্রেটারি জনাব সালিম আহমেদ এফসিএস। আইসিএসবি-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব এম নুরুল আলম এফসিএস সেমিনারটি সভাপতিত্ব করেন, অনুষ্ঠানে সূচনা-বক্তব্য প্রদান করেন আইসিএসবি-এর সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জাকির হোসেন এবং আইসিএসবির সেমিনার ও কনফারেন্স সাব-কমিটির সদস্য সচিব জনাব এসকে মোঃ সরফরাজ হোসেন এফসিএস সেমিনার সঞ্চালনা করেন। আইসিএসবি-এর সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জাকির হোসেন সেমিনারে অংশগ্রহণের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে, কোম্পানি আইন হালনাগাদ করার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে সেগুলো পূর্বে সফল হয়নি। তবে, আমরা আশাবাদী যে বাণিজ্য মন্ত্রণালয় কোম্পানী আইন সংস্কার ও হালনাগাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সভাপতির বক্তব্যে আইসিএসবি-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব এম নুরুল আলম এফসিএস সকলকে স্বাগত জানান এবং সেমিনারে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি কোম্পানি আইনের আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, যা কর্পোরেট গভার্ন্যান্স শক্তিশালী করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান করা এবং বৈশ্বিক সর্বোত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে সহায়তা করবে। তিনি আরও বলেন, কোম্পানি আইনের সংস্কার বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে এবং ব্যবসার কার্যকারিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মূল প্রবন্ধ উপস্থাপনকালে জনাব মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস কোম্পানি আইনের আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর বিস্তারিত আলোকপাত করেন। তিনি কর্পোরেট গভার্ন্যান্স, ডিজিটাল কমপ্লায়েন্স, বোর্ড কাঠামো এবং বিনিয়োগকারী সুরক্ষা নিশ্চিত করার জন্য সংশোধনীর সুপারিশ করেন। প্রস্তাবিত পরিবর্তনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ বাধ্যতামূলক করা, সংশ্লিষ্ট পক্ষের লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি এবং নিয়ন্ত্রক ব্যবস্থার কার্যকারিতা আরও জোরদার করা। এছাড়াও, তিনি চার্টার্ড সেক্রেটারীগণের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং কোম্পানি আইন ট্রাইব্যুনাল, কোম্পানি সমুহের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) বাধ্যতামূলক করা এবং আরজেএসসি’র তদারকি আরও শক্তিশালী করার জন্য মহামান্য উচ্চ আদালতের সুপারিশসমূহ নিয়ে আলোচনা করেন। সেমিনারের আলোচক জনাব সেলিম আহমেদ এফসিএস ১৯৯৪ সালের কোম্পানি আইনকে যুগোপযোগী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মূল প্রবন্ধ উপস্থাপকের বিশদ উপস্থাপনার প্রশংসা করেন এবং কর্পোরেট গভার্ন্যান্স, কোম্পানি নিবন্ধন, সংশ্লিষ্ট পক্ষের লেনদেন এবং বিনিয়োগকারী সুরক্ষা সংক্রান্ত বিষয়ে সংস্কারের প্রয়োজনীয় দিকসমূহ বিস্তারিত তুলে ধরেন। তিনি নতুন কোম্পানি আইনে চার্টার্ড সেক্রেটারিজ অ্যাক্ট ২০১০-কে সংযুক্ত করার আহ্বান জানান এবং ২০২৩ সালে উচ্চ আদালতের সুপারিশ অনুসারে সংশোধনী বাস্তবায়নে সরকারকে জরুরি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। সেমিনারের অপর আলোচক, জনাব মোঃ আজিজুর রহমান এফসিএস, ১৯৯৪ সালের কোম্পানি আইনকে আধুনিক ব্যবসার চাহিদা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মত উচ্চ প্রবৃদ্ধি সহায়ক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি কোম্পানি আইনে দশটি মূল সংস্কারের প্রস্তাব করেন, যার মধ্যে বাধ্যতামূলক সেক্রেটারিয়াল অডিট, উন্নত কর্পোরেট গভর্ন্যান্স এবং মাইনরিটি শেয়ারহোল্ডারদের জন্য অধিক সুরক্ষা ইত্যাদি। তিনি নিয়ন্ত্রক কার্যক্রমের ডিজিটাল রূপান্তর, কোম্পানি নিবন্ধনের সরলীকরণ এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া উন্নত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়াও, তিনি একীভূতকরণ ও অধিগ্রহণ সংক্রান্ত নির্দেশিকা হালনাগাদকরন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বান্ধব বিধানাবলী সংযোজন এবং আইন না মানার ক্ষেত্রে কঠোর শাস্তির সুপারিশ করেন। তিনি নীতিনির্ধারকদের প্রতি বিদেশি আইন অন্ধভাবে অনুসরণ না করে বাংলাদেশের অনন্য ব্যবসায়িক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সংস্কার কার্যকর করতে আহবান জানান, যাতে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়। জনাব মো. মিজানুর রহমান এনডিসি, রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব), আরজেএসসি, আইসিএসবিকে এই সময়োপযোগী ও প্রাসঙ্গিক সেমিনার আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, কোম্পানি আইনের সংস্কার অত্যন্ত জরুরি। পুরনো আইনের কারণে আমরা বহু সমস্যার সম্মুখীন হচ্ছি। নতুন আইন প্রণয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হলেও তা সফল হয়নি। তবে, তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরও বলেন যে, আরজেএসসি ক্রমশ অনলাইনভিত্তিক সিস্টেমের দিকে অগ্রসর হচ্ছে, যা কর্পোরেট স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। তিনি চার্টার্ড সেক্রেটারিদের কর্পোরেট গভর্নেন্স ও কমপ্লায়েন্স উন্নয়নে সম্মিলিত উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। প্রধান অতিথি জনাব মো. আবদুর রহিম খান, সচিব (রুটিন দায়িত্ব), বাণিজ্য মন্ত্রণালয়, আইসিএসবিকে এই গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শীঘ্রই একটি নতুন কোম্পানি আইন প্রণয়ন সম্ভব, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ও বৈশ্বিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তিনি আইনের সংস্কার প্রক্রিয়ায় অবদান রাখতে আইসিএসবিকে একটি আনুষ্ঠানিক লিখিত প্রস্তাবনা জমা দেওয়ার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে আইসিএসবির সদস্যগণ এবং সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে একটি উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। পরিশেষে, আইসিএসবির কাউন্সিল সদস্য এবং সেমিনার ও কনফারেন্স সাব-কমিটির সদস্য জনাব মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস প্রধান অতিথি, বিশেষ অতিথি, মূল প্রবন্ধ উপস্থাপক, আলোচকবৃন্দ, আইসিএসবির সদস্যবৃন্দ, সাংবাদিক এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন। |