![]() দেশব্যাপী ধানের শীষের জোয়ার উঠেছে - আমির খসরু
লক্ষ্মীপুর প্রতিনিধি
|
![]() ২০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিকেলে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়াম মাঠে আয়োজিত জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু আরও বলেন, জনগণের আস্থা ফেলে একটি নতুন বাংলাদেশ সেটা আমরা সৃষ্টি করতে পারবো। আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করার অপেক্ষা আছেন। যুব সমাজ নির্বাচনের অপেক্ষা করছেন। লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুঁইয়া,কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বিপি হারুন, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,আশ্রাফ উদ্দিন নিজান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনয়েন মুন্না ও নাজিম উদ্দিন আহমেদ, প্রমুখ। |