![]() শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরিতে ঢাকা ব্যাংকের সাথে ইউসিবিডি’র চুক্তি
নতুন বার্তা, ঢাকা:
|
![]() এর ফলে ইউসিবিডি থেকে স্নাতক করা শিক্ষার্থীরা ঢাকা ব্যাংক পিএলসি-তে ইন্টার্নশিপ করার এবং ক্যারিয়ার সূচনার সুযোগ পাবে, যা তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ক্যারিয়ারের অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি, এর মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধ করা ও স্টুডেন্ট ফাইল সংক্রান্ত সেবা গ্রহণের প্রক্রিয়াও সহজ হবে। যোগ্য শিক্ষার্থীরা পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নলেজ শেয়ারিং সেশন, বিশেষজ্ঞ বক্তৃতা, ক্যারিয়ার নিয়ে পরামর্শ ও মেন্টরশিপ সহ বিশেষ প্রশিক্ষণ লাভের মাধ্যমে উপকৃত হবেন। পাশাপাশি, বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য রেমিটেন্স সেবা গ্রহণ স্বাচ্ছন্দ্যদায়ক হবে। এর ফলে, তারা শিক্ষা ব্যয়ের ক্ষেত্রে কোনো জটিলতা ছাড়াই আর্থিক সুবিধা উপভোগ করেন। ইউসিবিডি ও ঢাকা ব্যাংকের এ অংশীদারিত্ব শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষা ও শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে; পাশাপাশি, তাদের আর্থিক সুবিধা প্রদানের মাধ্যমে ভবিষ্যতে পেশাগত জীবনে সফল হতে সহায়তা করবে। ঢাকা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের পক্ষে এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী মানস সিং সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মানস সিং বলেন, “আমরা শুধুমাত্র বিশ্বমানের শিক্ষা প্রদানের প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ নই, পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অর্থবহ ক্যারিয়ার গঠনের সুযোগ নিশ্চিত করতেও বদ্ধপরিকর। ঢাকা ব্যাংক পিএলসি’র সাথে আমাদের অংশীদারিত্ব শিক্ষার্থী ও শিল্পখাতের মধ্যে দূরত্ব কমিয়ে কার্যকর সংযোগ তৈরি করবে। আমাদের এ উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে এগিয়ে যেতে ও উৎকর্ষ অর্জনে ভূমিকা রাখবে বলেই আমরা আশাবাদী।” ঢাকা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, “আমরা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ও তাদের সহায়তাদানে বিশ্বাস করি। এ চুক্তির মাধ্যমে আমরা স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধিতে একযোগে কাজ করব, যেন তারা তাদের পেশাগত ক্ষেত্র, বিশেষ করে ব্যাংকিং ও আর্থিক খাতে সফলতা অর্জন করতে পারে।” বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষা অর্জনে প্রথম ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ। ইউসিবিডি’র মাধ্যমে শিক্ষার্থীরা মোনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লন্ডন (এলএসই) ও ইউসিল্যানের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের ব্যাচেলর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পায়। পাশাপাশি, ইউসিবিডি শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেও সহায়তা প্রদান করে। |