![]() জয়পুরহাটে এবি পার্টির সাধারণ সভা অনুষ্ঠিত
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
![]() শনিবার বিকেলে আল হেরা একাডেমী স্কুল এন্ড কলেজে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি) এর যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মো. আতিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এবং এস এ জাহিদ সরকার, উদ্যোক্তা ও কর্মসংস্থান সম্পাদক। সভায় জেলা কমিটি গঠনের প্রয়োজনীয়তা ও করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন এবং তারা জেলা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। সভায় বক্তারা দলের আদর্শ ও লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামীর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সুদৃঢ় নেতৃত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সাধারণ সভায় অধ্যাপক সুলতানা মোঃ শামছুজ্জামান-কে জয়পুরহাট জেলার আহ্বায়ক এবং এম. বি.এম বেলাল হোসেন-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। |