![]() রাজশাহীতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
নতুন বার্তা, রাজশাহী:
|
![]() আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মো. মোস্তাকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স মইনুল হাই আসিফ। এছাড়াও, আয়োজনটিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউয়ের অতিরিক্ত পরিচালক মো. মশিউর রহমান ও যুগ্ম পরিচালক দিলীপ চন্দ্র দাস। কর্মশালাটির সভাপতিত্ব করেন মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এজেন্সি সেলস অফিসার মো. লুৎফর রহমান। মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক ঝুঁকি মোকাবিলায় শাখা ব্যবস্থাপক, ইউনিট ম্যানেজার সহ বীমা খাতে কর্মরত সকল কর্মীদের বিশেষ ভূমিকা রয়েছে। এ সংক্রান্ত সকল আইন, সার্কুলার ও বিধিমালা পরিপালন করে ব্যবসা পরিচালনা করতে রিসোর্স পার্সন সুপারিশ করেন। কর্মশালায় উপস্থিত সকল অংশগ্রহণকারী মানিলন্ডারিং সংক্রান্ত বিধিবিধান মেনে বীমা খাতকে শক্তিশালী করবেন মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন। দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে বীমা খাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বীমা খাতের কর্মী ও দেশের সাধারণ মানুষদের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে সচেতন করা গেলে, ঝুঁকি অনেকখানি কমে আসবে বলে ধারণা করেন বক্তারা। এই কর্মশালা হতে অর্জিত জ্ঞান মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কাজে লাগবে বলে উল্লেখ করেন অতিথিরা। |