![]() বোয়ালখালীতে পৃথক অভিযানে ৪জনকে জরিমানা
এমরান কাদেরী, বোয়ালখালী (চট্টগ্রাম):
|
![]() এসময় অনুমোদন বিহীন সয়াবিন তেল বোতলজাত করে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বাচা মিয়া স্টোরকে ১০ হাজার টাকা ও বশর স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার চরণদ্বীপ ও কালুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। এসময় অনুমোদন বিহীন পুকুর ভরাট করায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী আবুল কালাম মেম্বার কে ১০ হাজার টাকা ও দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় শাহজালাল সুপার স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান । |