![]() আত্রাইয়ে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
|
![]() সোমবার (১০ মার্চ) বাজার চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ -৬(আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী উপজেলা জামাতের আমীর খবিরুল ইসলাম। শাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. মানিক উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারী মহসীন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন,"রমজান মাস তাকওয়া অর্জনের মাস।এই মাসে আমরা আমাদের আত্মশুদ্ধি উন্নতির চেষ্টা করব। "ইসলামের সঠিক বার্তা ও শিক্ষা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। ইফতার ও দোয়া মহামিলনের মতো অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে চাই।"এ ধরনের অনুষ্ঠান আমাদেরকে ঐক্যবদ্ধ করে এবং সমাজে শান্তি ও স¤প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।" "অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার নায়েবে আমীর আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারী ওসমান গণি, মো. তোজাম্মেল হক। ইফতার ও দোয়া মহাফিলে স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত ব্যক্তিবর্গ, জামায়াতে ইসলামীর কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মাগরিবের আজানের সাথে সাথে রোজাদার ব্যক্তিদের ইফতার করানো হয়। |