![]() সিএমকেএস ফরিদপুরের আয়োজনে লক্ষিত জনগোষ্ঠিদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
মো. পলাশ খান, ফরিদপুর:
|
![]() উল্লেখ্য, আইসিডিডিআর,বির ব্যবস্থাপনায় ও গেøাাবাল ফান্ডের আর্থিক সহায়তায় এবং জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম এর সার্বিক তত্ত¡াবধানে কন্টিনিউয়েশন এন্ড স্কেল আপ অফ এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কী পপুলেশনস ইন বাংলাদেশ প্রকল্পটির মাধ্যমে অত্যন্ত “ঝুঁকিপুর্ণ পূরুষ ও হিজড়া” জনগোষ্ঠীর জন্য এইচআইভি/এইডস প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। উক্ত প্রকল্পের আওতায় উক্ত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। |